তবে সেখানকার জেলাপ্রশাসক আশিস কুমার জানিয়েছেন, তাঁর কাছে এখনও পর্যন্ত ৫০ থেকে ৬০ জনের মৃত্যুর খবর রয়েছে। জানা গিয়েছে, উত্তর প্রদেশের রতিভানপুরে আজ (মঙ্গলবার) শিবপুজোর সৎসঙ্গ অনুষ্ঠান চলার সময় সেখানে বিপুল সংখ্যক পূণ্যার্থীর সমাগম হয়। অনুষ্ঠান শেষ হতেই একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলে বিপুল সংখ্যক ভক্ত অনুষ্ঠান স্থল থেকে একসাথে বেরোনোর চেষ্টা করলে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ঐ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থোকে জানানো হয়েছে, হাথরাসের মুঘলাগড়ি গ্রামে এক স্থানীয় ধর্মগুরুর ‘সৎসঙ্গ’ বা ভক্ত সমাবেশে দুর্ঘটনা ঘটেছে। ঠিক কীভাবে এমনটা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে উত্তরপ্রদেশের সরকারের দুই মন্ত্রী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর হাথরসে এক দলিত কিশোরীর গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। এবার পদপিষ্টের ঘটনায় গোটা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পার্সটুডে
342/