ইহুদিবাদী ইসরাইল গত ২৬ অক্টোবর ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় উস্কানিমূলক হামলা চালায়। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাফল্যের সঙ্গে এসব হামলা প্রতিহত করে।
ওই হামলায় ইহুদিবাদী ইসরাইলের কোনো যুদ্ধবিমানের ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের গুজব নাকচ করে দিয়ে জেনারেল নাসিরজাদে বলেছেন: জাতিসংঘ ঘোষণা অনুযায়ী, যখন কোনো দেশ কারো মাধ্যমে আগ্রাসনের শিকার হয় তখন ওই আগ্রাসন ও সীমালঙ্ঘনের উপযুক্ত জবাব দেয়ার পূর্ণ অধিকার আক্রান্ত দেশটির থাকে।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন: ইহুদিবাদী শত্রু আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিরও ক্ষতি করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সঠিকভাবে কাজ করায় এসব স্থাপনার তেমন কোনো ক্ষতি হয়নি।
এছাড়া, ইরানের উত্তর সীমান্তের দিক থেকেও হামলা হয়েছে বলে সামাজিক মাধ্যমে যে গুজব ছড়ানো হয়েছে তাও নাকচ করে দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে।#
342/