ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছেন, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে যুক্ত পরিবহন সংস্থাগুলোর শেয়ার অন্য কোম্পানি বা পক্ষের কাছে হস্তান্তর করা হলেও এই সংস্থাগুলোর বিরুদ্ধে ইয়েমেনের শাস্তিমূলক ব্যবস্থার উপর কোন প্রভাব ফেলবে না। পার্সটুডের রিপোর্ট অনুসারে ইরনার উদ্ধৃতি দিয়ে ইয়াহিয়া সারি যোগ করেছেন: এই পদক্ষেপগুলো ইহুদিবাদী জাহাজ বা সংস্থাগুলোর বিরুদ্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর শাস্তিমূলক ব্যবস্থা থেকে বাঁচতে এবং এড়ানোর জন্য করা হয়েছিল।
সারি বলেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী জাহাজগুলোর মালিকানা বা ইহুদিবাদী শাসকের জাহাজের পতাকার পরিবর্তনকে স্বীকৃতি দেয় না এবং ইসরাইলি কোম্পানি এবং জাহাজগুলোর সঙ্গে যেকোনো সহযোগিতার বিরুদ্ধে সতর্ক করছে। কারণ ইয়েমেনি সরকারের লক্ষ্য হচ্ছে যেকোনো ইসরাইলগামী জাহাজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অপারেশন এলাকা দিয়ে ইসরাইলি জাহাজের যাতায়াত নিষিদ্ধ।
তিনি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত না ইসরাইলি শাসক গাজা উপত্যকা এবং লেবাননে তাদের আক্রমণ বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনী শত্রুদের নৌ চলাচলের ওপর অবরোধ দেবে এবং এই সরকারের জাহাজ বা দখলকৃত অঞ্চলের উদ্দেশ্যে যাতায়াত করা জাহাজের উপর হামলা চালিয়ে যাবে।
গত এক বছরে,ফিলিস্তিনি জাতির প্রতিরোধের সমর্থনে গাজায় আল-আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর ইয়েমেনি সেনাবাহিনী লোহিত সাগর এবং বাব আল-মান্দাব প্রণালী দিয়ে চলাচলকারী দখলদার কুদস শাসক গোষ্ঠীর বেশ কয়েকটি জাহাজ বা দখলকৃত অঞ্চলের জন্য যাত্রা করা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
ইয়েমেনের সেনাবাহিনীর নৌ ইউনিট প্রতিশ্রুতি দিয়েছে যে যতক্ষণ না ইহুদিবাদী শাসক গাজা উপত্যকা এবং লেবাননে তাদের আক্রমণ বন্ধ না করে ততক্ষণ পর্যন্ত তারা এই সরকারের জাহাজ বা দখলকৃত অঞ্চলগামী জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাবে।#
342/