সাইয়্যেদ আব্বাস আরাকচি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরআইজিসি'র একদল কমান্ডার ও কমান্ড কেন্দ্রের একদল কর্মীর সমাবেশে বলেছেন, ইরান আনুষ্ঠানিকভাবে বিশ্ব-সমাজকে জানিয়েছে যে ইসরাইল সম্প্রতি ইরানে যে হামলা চালিয়েছিল তা একটি নতুন হামলা ও এর জবাব ইসরাইলকে পেতেই হবে।
আরাকচি 'সত্য প্রতিশ্রুতি-তিন' নামক অভিযান বাস্তবায়নের সময় প্রসঙ্গে বলেছেন, গত ১২ মাসে ইরান অত্যন্ত সতর্ক ও কৌশলপূর্ণ আচরণ করেছে এবং ইরানের সিদ্ধান্তগুলো উত্তেজিত ও ভাবাবেগপ্রবণ ছিল না; 'সত্য প্রতিশ্রুতি-তিন'-এর ক্ষেত্রেও তা-ই ঘটবে।
ইরানের কূটনৈতিক বিভাগের প্রধান 'কেবল যুদ্ধের প্রস্তুতিই যুদ্ধ ঠেকাতে পারে'- এ কথা উল্লেখ করে বলেছেন, যে শত্রুরা হুমকি দিচ্ছে তারা প্রতিপক্ষের দুর্বলতার অপেক্ষা করছে, যখন তারা দুর্বলতা বুঝতে পারে তখনই আঘাত করে; তাই যুদ্ধ-পরিস্থিতিতে খুব সুদৃঢ় ও শক্তিশালী থাকা জরুরি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধের ময়দান ও কুটনীতিকে অবিচ্ছিন্ন হিসেবে উল্লেখ করে বলেছেন, কূটনীতি শক্তির ওপর নির্ভর করেই চলে এবং শক্তি না থাকলে কূটনীতি কাজে লাগে না।
বিশ্লেষকরা বলছেন, ইরান 'সত্য প্রতিশ্রুতি-এক' ও 'সত্য প্রতিশ্রুতি-দুই' নামক নজিরবিহীন দুই সামরিক অভিযানে এটা প্রমাণ করেছে যে দেশটি আগ্রাসীদেরকে শাস্তি দেয়াকে ও নিজ দেশের ভৌগলিক অখণ্ডতা বজায় রাখাকে সব সময়ই খুব জোরালো গুরুত্ব দেয়। ইরানের প্রতিরোধমূলক নীতি ইসরাইল ও তার পশ্চিমা সহযোগীদের হঠকারিতা বন্ধ রাখার ক্ষেত্রে পশ্চিম এশিয়া অঞ্চলে আগের মতই এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। #
342/