‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৯ নভেম্বর ২০২৪

৫:৩৮:৫৬ PM
1506163

ইরান ইসরাইলি শাসকগোষ্ঠীকে কখন তৃতীয়বারের মত শাস্তি দিবে?

পার্স-টুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশে ইসরাইলের সাম্প্রতিক তথা গত ২৬ অক্টোবরের হামলা প্রসঙ্গে বলেছেন, ইসলামী ইরান জবাব দেয়ার নিজ অধিকারটি বাতিল করেনি এবং সঠিক সময়েই ওই হামলার উপযুক্ত জবাব দিবে।

সাইয়্যেদ আব্বাস আরাকচি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরআইজিসি'র একদল কমান্ডার ও কমান্ড কেন্দ্রের একদল কর্মীর সমাবেশে বলেছেন, ইরান আনুষ্ঠানিকভাবে বিশ্ব-সমাজকে জানিয়েছে যে ইসরাইল সম্প্রতি ইরানে যে হামলা চালিয়েছিল তা একটি নতুন হামলা ও এর জবাব ইসরাইলকে পেতেই হবে। 

আরাকচি 'সত্য প্রতিশ্রুতি-তিন' নামক অভিযান বাস্তবায়নের সময় প্রসঙ্গে বলেছেন, গত ১২ মাসে ইরান অত্যন্ত সতর্ক ও কৌশলপূর্ণ আচরণ করেছে এবং ইরানের সিদ্ধান্তগুলো উত্তেজিত ও ভাবাবেগপ্রবণ ছিল না; 'সত্য প্রতিশ্রুতি-তিন'-এর ক্ষেত্রেও তা-ই ঘটবে।

ইরানের কূটনৈতিক বিভাগের প্রধান 'কেবল যুদ্ধের প্রস্তুতিই যুদ্ধ ঠেকাতে পারে'- এ কথা উল্লেখ করে বলেছেন, যে শত্রুরা হুমকি দিচ্ছে তারা প্রতিপক্ষের দুর্বলতার অপেক্ষা করছে, যখন তারা দুর্বলতা বুঝতে পারে তখনই আঘাত করে; তাই যুদ্ধ-পরিস্থিতিতে খুব সুদৃঢ় ও শক্তিশালী থাকা জরুরি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধের ময়দান ও কুটনীতিকে অবিচ্ছিন্ন হিসেবে উল্লেখ করে বলেছেন, কূটনীতি শক্তির ওপর নির্ভর করেই চলে এবং শক্তি না থাকলে কূটনীতি কাজে লাগে না।  

বিশ্লেষকরা বলছেন, ইরান 'সত্য প্রতিশ্রুতি-এক' ও 'সত্য প্রতিশ্রুতি-দুই' নামক নজিরবিহীন দুই সামরিক অভিযানে এটা প্রমাণ করেছে যে দেশটি আগ্রাসীদেরকে শাস্তি দেয়াকে ও নিজ দেশের ভৌগলিক অখণ্ডতা বজায় রাখাকে সব সময়ই খুব জোরালো গুরুত্ব দেয়। ইরানের প্রতিরোধমূলক নীতি ইসরাইল ও তার পশ্চিমা সহযোগীদের হঠকারিতা বন্ধ রাখার ক্ষেত্রে পশ্চিম এশিয়া অঞ্চলে আগের মতই এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। # 

342/