‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

৩০ নভেম্বর ২০২৪

৫:১৪:০৮ AM
1509402

জায়নবাদীদের কাটা ঘাঁয়ে নূনের ছিটা দিয়ে দক্ষিণ অঞ্চলে ফিরছে লেবানিজরা / কেন জায়নবাদীরা যুদ্ধবিরতিতে সম্মতি হলো? (ভিডিও)

যুদ্ধ বিরতির পর থেকে দক্ষিণ লেবানন, বুকা’ ও বৈরুতের দ্বাহিয়া অঞ্চলের জনগণ তাদের বসত ভিটায় ফিরতে শুরু করেছে। এতে যেন জায়নবাদীদের কাটা ঘাঁয়ে নূনের ছিটা পড়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): যুদ্ধ বিরতির পর থেকে দক্ষিণ লেবানন, বুকা’ ও বৈরুতের দ্বাহিয়া অঞ্চলের জনগণ তাদের বসত ভিটায় ফিরতে শুরু করেছে। লেবানন ও দখলদার জায়নবাদীদের মধ্যকার যুদ্ধ বিরতিতে সমঝোতা গত বুধবার ভোর স্থানীয় সময় ৪ টা (বাংলাদেশ সময় সকাল ৮:০০) থেকে কার্যকর হয়েছে।

হিজবুল্লাহর রাজনৈতিক বিষয়ক কমিটির ডেপ্যুটি চেয়ারম্যান যুদ্ধবিরতিতে যে সকল শর্ত হিজবুল্লাহ রেখেছে সেগুলো মানার প্রতি তাগিদ দিয়ে বলেছেন: ইসরাইলি গণমাধ্যমগুলোতে চুক্তির কিছু কিছু ধারা প্রচার করা হচ্ছে যেগুলো সঠিক নয়।

মুহাম্মাদ কুমাতি বলেন: নেতানিয়াহু’র প্রতিশ্রুতির প্রতি কোন আস্থা হিজবুল্লাহর নেই এবং হিজবুল্লাহ কখনই তার পাতা ফাঁদে পা দেবে না।

আরবি-২৪ এর এক প্রতিবেদনের ভিত্তিতে মাহমুদ কুমাতি বলেছেন: যুদ্ধ বিরতির শর্তের উপর নেতানিয়াহু যে অটল থাকবে সে বিষয়ে দ্বিধা ও অনাস্থার কারণ হলো, আমরা সবসময় তার থেকে ধোকা ও প্রতারণা দেখেছি।



ইসরাইলি বাহিনী লেবানিজদের কাছে পরাজিত হয়েছে : জায়নবাদী জনতা

জায়নবাদী গণমাধ্যমগুলো লেবাননের জনগণের দেশটির দক্ষিণ অঞ্চলে প্রত্যাবর্তনের বিষয়ে প্রকাশিত ভিডিওগুলোর প্রতি ইঙ্গিত করে এ যুদ্ধ বিরতিকে হিজবুল্লাহর নিরঙ্কুশ বিজয় বলে উল্লেখ করে লিখেছে: যুদ্ধ বিরতির পর যে সকল ভিডিও লেবাননিজদের পক্ষ থেকে প্রচারিত হচ্ছে তা থেকে স্পষ্ট হয়েছে যে, প্রতিপক্ষ (লেবানিজরা) তাদের বাসগৃহে ফিরে আসছে; আর এর অর্থ হচ্ছে হিজবুল্লাহর নিরঙ্কুশ বিজয়। কেননা এ পর্যন্ত উত্তর ইসরাইলের ইহুদি বসতিগুলোতে ইহুদিদের ফিরে আসার কোন চিহ্নও পাওয়া যায় নি।

লেবাননের সাথে চুক্তির বিষয়ে চালানো জায়নবাদী টিভি চ্যানেল চ্যানেল-‌১২ কর্তৃক পরিচালিত এক জরিপে; শতকরা ৬৯ ভাগ ইসরাইলি মনে করে এ যুদ্ধে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইল জয়ী হতে পারে নি।

ঘটনাস্থল থেকে প্রেরিত প্রতিবেদনের ভিত্তিতে, নেতানিয়াহু যুদ্ধ বিরতি মেনে নেয়ার পর জায়নবাদী সৈন্যরা লেবানন সীমান্তবর্তী শাম’ ও তীর হারফা গ্রামসহ অন্যান্য এলাকা থেকে পিছু হটেছে এবং দক্ষিণ লেবাননের জনগণ তাদের শহর ও বাসগৃহে ফিরতে শুরু করেছে।

একটি বড় বিজয়

বিখ্যাত আরব বিশ্লেষক ও রা’ইয়াল ইয়াওমের পরিচালক ‘আব্দুল বারী’ এক বিশ্লেষণে লিখেছেন: ইতিহাসে প্রথমবারের মত হিজবুল্লাহ’র বীরদের হাতে এই বিজয় অর্জিত হয়েছে; ৩৫০টিরও বেশী ক্ষেপণাস্ত্র ইসরাইলি শহরগুলোতে আঘান হেনেছে, এটা বড় এক বিজয়; ইসরাইলিরা নিজেদেরকে পরাজয় ও নিমজ্জিত হওয়ার দ্বার প্রান্তে দেখে এ চুক্তিতে সম্মত হয়েছে।#176