বিখ্যাত সাংবাদিক পিয়ার্স মরগানকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন মার্কিন বিশ্লেষক অধ্যাপক জ্যাফরি স্যাচস।
আসাদ-সরকার বিরোধী সশস্ত্র দলগুলো দামেস্ক দখল করতে যাচ্ছে এমন সংবাদ ও পরিস্থিতির প্রেক্ষাপটে এক্স সামাজিক মাধ্যম বা সোশাল মিডিয়ায় প্রকাশিত তার ওই সাক্ষাৎকার ও মন্তব্য-ভিত্তিক পোস্টটি ভিজিট করেছেন বিপুল সংখ্যক নেটিজেন ও ইউজার।
সিরিয়ার সাম্প্রতিক পরিবর্তনশীল পরিস্থিতির কথা উল্লেখ করে অধ্যাপক জ্যাফরি স্যাচস (গত ৬ ডিসেম্বর) বলেছেন, 'এই অভিযানটি হচ্ছে মার্কিন সরকার, ইসরাইল ও তুর্কি সরকারের। এটি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিআমিন নেতানিয়াহুর দীর্ঘ-মেয়াদি পরিকল্পনা বা কর্মসূচির অংশ যে মধ্যপ্রাচ্যের এমন সব সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালিয়ে আসছে দীর্ঘ ত্রিশ বছর ধরে যেসব সরকার ফিলিস্তিনি অধিকারকে সমর্থন দিচ্ছে।' #
342/