২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের সেনারা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর থেকে কমপক্ষে ১২ হাজার ১০০ ফিলিস্তিনিকে আটক করেছে।
ফিলিস্তিনের মানবাধিকার সংগঠন ‘প্যালেস্টাইনিয়ান প্রিজোনার্স ক্লাব’ গতকাল (শুক্রবার) নতুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। যখন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল ১৪ মাসের বেশি সময় ধরে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তখন পশ্চিম তীরে দখলদার সেনাদের এই বর্বরতার কথা প্রকাশ হলো।
প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স ক্লাব তাদের প্রতিবেদনে বলেছে, ১২ হাজার ফিলিস্তিনির মধ্যে পশ্চিম তীরের আল-খলিল এবং অধিকৃত আল-কুদস শহর থেকে বেশিরভাগ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এই সময়ের মধ্যে ১০ হাজারের বেশি ফিলিস্তিনির বিরুদ্ধে প্রশাসনিক আটকাদেশ দেয়া হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে ৪৪০ জন নারী এবং ৭৯৫টি শিশু রয়েছে। যেসব বন্দির বিরুদ্ধে প্রশাসনিক আটকাদেশ জারি করা হয়েছে তারা অনির্দিষ্টকাল ধরে বিনা বিচারে ইসরাইলি কারাগারে থাকতে বাধ্য হবেন। তারা তাদের মুক্তির জন্য কোনো আইনজীবীর সহায়তা নিতে পারবেন না, এছাড়া তাদের অনেককে নির্জন কারাগারে রাখা হয়েছে।
দখলদার বাহিনী ১৬১ জন সাংবাদিককে আটক করেছে যার মধ্যে ৫৯ জন এখনো কারাগারে রয়েছেন। এসব সাংবাদিকের মধ্যে গাজা উপত্যকা থেকে ৫ নারী সহ ৩৩ জন সাংবাদিককে আটক করা হয়। পার্সটুডে#
342/