আবনা : পুরুষদের বিশ্ব ভলিবল লিগের আজকের খেলায় কয়েকবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩-০ সেটে হারিয়েছে ইরান।
ব্রাজিলের সাও পাও লো শহরে অনুষ্ঠিত 'এ' গ্রুপের খেলায় ইরানের জাতীয় দল ব্রাজিলকে ২৫-১৮, ২৫-২১ ও ২৫-২২ ব্যবধানে হারিয়ে দেয়। গতকাল ইরানকে ৩-২ সেটে পরাজিত করেছিল ব্রাজিল। 'এ' গ্রুপের অন্য দুটি দল হচ্ছে ইতালি ও পোল্যাণ্ড। এ পর্যন্ত অনুষ্ঠিত ৫টি খেলায় ১৫ পয়েন্ট নিয়ে ইতালি গ্রুপের শীর্ষে রয়েছে। ছয় খেলায় ৫ পয়েন্ট নিয়ে ব্রাজিল দ্বিতীয় এবং চার খেলায় চার পয়েন্ট নিয়ে ইরান তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া, তিন খেলায় ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের চতুর্থ স্থানে রয়েছে পোল্যাণ্ড।
আগামী ১৩ ও ১৫ জুন তেহরানে অনুষ্ঠেয় ফিরতি খেলায় ব্রাজিলের মুখোমুখি হবে ইরান।#আইআরআইবি
সূত্র :
রবিবার
৮ জুন ২০১৪
৫:৩০:৫০ PM
614498
পুরুষদের বিশ্ব ভলিবল লিগের আজকের খেলায় কয়েকবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩-০ সেটে হারিয়েছে ইরান।