‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

২৬ নভেম্বর ২০১৬

১২:৫১:৫১ AM
794277

চেহলামের যায়েরদের পথে প্রাণঘাতী বিস্ফোরণ : দায়েশের দায় স্বীকার

হিল্লা অঞ্চলের দক্ষিনে গাড়ী বোমা বিস্ফোরণের ঘটনায় হতাহত হয়েছে বহু লোক। হামলার দায় স্বীকার করেছে দায়েশ।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: গত ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে ইরাকের হিল্লা অঞ্চলের দক্ষিনে শুমলি এলাকায় একটি গাড়ী বোমা বিস্ফোরিত হয়েছে। এতে বহু লোক হতাহত হয়েছে।

স্কাই নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এ ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮০ জন। কিন্তু ইরাকি গণমাধ্যমে বলছে, এ সন্ত্রাসী হামলায় ১২ জন শহীদ এবং ১০ জন আহত হয়েছেন।

প্রেসটিভি জানিয়েছে, হামলায় শহীদদের মধ্যে ১২ জন ইরানি নাগরিক।

বিশ্বস্ত সূত্রে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, এ হামলায় ২৪ জন শহীদ এবং ১৩ জন আহত হয়েছে।

ইরাকের বাবিল প্রদেশের নিরাপত্তা বিষয়ক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, সন্ত্রাসী এ হামলায় ৭০ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ইরাকিদের সংখ্যা ১০ জনেরও কম। বাকিরা সকলেই ইরানি নাগরিক।

কোন কোন সংবাদ সূত্রের বর্ণনা অনুযায়ী, একটি পেট্রল পাম্পের পাশে অবস্থিত রেস্টুরেন্টে এ বিস্ফোরণ ঘটানো হয়। রেস্টুরেন্টিতে ইরানি যায়েররা বিশ্রাম নিচ্ছিলেন।

জনৈকি ইরাকি পুলিশের বরাত দিয়ে ফ্রান্স প্রেস জানিয়েছে, বিস্ফোরণের সময় অন্তত ১০টি বাস ঐ পেট্রোল পাম্পে ছিল। ইরানি, বাহরাইনি ও ইরাকি যায়েরদেরকে নিয়ে কারবালা থেকে বিভিন্ন এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল ঐ বাসগুলো।

এদিকে, বিবৃতি প্রকাশ করে ঐ হামলার দায় স্বীকার করে দায়েশের (আইএসআইএল) দাবী, এ অভিযানে ২০০ জন নিহত হয়েছে।

প্রসঙ্গত, হিল্লা শহরটি ইরাকের বাবিল প্রদেশে, বাগদাদের ১০০ কিলোমিটার দক্ষিনে অবস্থিত। এ শহরটি তুলনামূলকভাবে ইরাকের অন্যান্য অঞ্চল অপেক্ষা শান্ত। কিন্তু কখনো কখনো সন্ত্রাসীদের মুখে পড়ে শহরটি।#