‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

২৬ জানুয়ারী ২০১৭

১২:০৮:৫৮ PM
807377

শেইখ ঈসা কাসেমে’র সমর্থকদের উপর সহিংস হামলা (ছবি)

আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেমের বাড়ির সামনে অনশনরত তার সমর্থকদের উপর হামলা চালিয়েছে আলে খলিফার ভাড়াটে সৈন্যরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আজ (বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি) বাহরাইনের দিরাজ এলাকায় অনশনরত সাধারণ জনতার উপর সহিংস হামলা চালিয়েছে বাহরাইনের স্বৈরাচারী সরকারের ভাড়াটে সৈন্যরা।

বাহরাইনের প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ্ শেইখ ঈসা কাসেমের বাড়ির সামনে অনশনরত তার সমর্থকদের উপর চালানো এ সহিংস হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আলে খলিফার সৈন্যরা ২০টি গাড়ী দিয়ে অনশনের স্থান ঘিরে ফেলে। এরপর অনশনরত ব্যক্তিদেরকে বিচ্ছিন্ন করতে যুদ্ধে ব্যবহৃত গুলি এবং শর্টগান ব্যবহার করে।

আহত অনশনকারীদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে; তাদের বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

এছাড়া, দিরাজ অঞ্চলের এক বাসিন্দাকে আটক করেছে আলে খলিফার সৈন্যরা।

হামলার সময় অত্যন্ত নিচু দিয়ে একটি হেলিকপ্টারকে উড়তে দেখা গেছে।

দিরাজ এলাকায় এ হামলার পরপরই চারদিক থেকে আল্লাহু আকবার শ্লোগান উঠতে থাকে এবং এলাকার বাসিন্দারা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে শেইখ ঈসা কাসেমের বাড়ির দিকে যায়।

অনশনরত ব্যক্তিদের সাথে স্থানীয় জনগণ যোগ দেয়ায় পিছু হটতে বাধ্য হয় আগ্রাসী সৈন্যরা।

এদিকে, আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেমের বাড়ির সামনে সমবেত হওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহবান জানিয়েছে বাহরাইনের ১৪ ফেব্রুয়ারি ইওথ কোয়ালিশন। বিশিষ্ট এ আলেমকে রক্ষা করতে তার বাড়ির সামনে সমবেত হওয়ার এ আহবান জানানো হয়েছে বলে এ কোয়ালিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, আয়াতুল্লাহ্ শেইখ ঈসা কাসেমের বাসভবন ৭ মাস আগ থেকে অবরুদ্ধ করে রেখেছে আলে খলিফা সরকারের নিরাপত্তা বাহিনী।

বাহরাইনের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেমের কাছে দেশটির জনগণ নিজেদের খুমসের অর্থ জমা করতো, এটাকে বিনা অনুমতিতে অর্থ সংগ্রহ বলে তার বিরুদ্ধে অভিযোগ তোলে স্বৈরাচারী সরকার।

বাহরাইনের বিশিষ্ট শিয়া আলেম ও এদেশের গণবিপ্লবের এ নেতা’র নাগরিকত্ব কেড়ে নেয়ার ঘটনায় বাহরাইনে সরকার বিরোধী বিক্ষোভ-সমাবেশ বৃদ্ধি পায়। শান্তিপূর্ণ এ সকল বিক্ষোভ মিছিলের জবাবে তাদের উপর নৃশংসভাবে হামলা অব্যাহত রেখেছে দেশটির স্বৈরাচারী সরকারের ভাড়াটে সৈন্যরা।#