‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৭ মে ২০১৭

৪:০১:৫২ PM
828375

নাইরেজিয়ায় অপহৃত ছাত্রীদের মধ্যে ৮২ জনকে মুক্তি দিয়েছে বোকো হারাম

নাইজেরিয়ায় অপহৃত স্কুল ছাত্রীদের মধ্যে ৮২ জনকে মুক্তি দিয়েছে বোকো হারাম। ২০১৪ সালে এপ্রিল মাসে চিবুক শহর থেকে দুইশ’র বেশি ছাত্রীকে অপহরণ করা হয়েছিল।

আবনা ডেস্ক: নাইজেরিয়ায় অপহৃত স্কুল ছাত্রীদের মধ্যে ৮২ জনকে মুক্তি দিয়েছে বোকো হারাম। ২০১৪ সালে এপ্রিল মাসে চিবুক শহর থেকে দুইশ’র বেশি ছাত্রীকে অপহরণ করা হয়েছিল। নাইজেরীয় কর্তৃপক্ষের সঙ্গে বোকো হারামের বন্দি বিনিময় চুক্তির আওতায় এ সব ছাত্রীকে মুক্তি দেয়া হয়।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট দপ্তরের টুইটার বার্তায় এ কথা জানানো হয়েছে। মুক্তিপ্রাপ্ত ছাত্রীরা সামরিক ব্যারাকে রয়েছে এবং তাদের আজ আরো পরে বোর্নেও প্রদেশের রাজধানী মাইদুগুরিতে নিয়ে যাওয়া হবে।
গত অক্টোবরে আলোচনার মাধ্যমে ২০ মেয়ে মুক্তি লাভ করেছিল। এ ছাড়া, অনেক মেয়ে পালিয়ে আসতেও সক্ষম হয়েছিল। কিন্তু এখনো বোকো হারামের হাতে শতাধিক মেয়ে আটক রয়েছে বলে মনে করা হচ্ছে।#