‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

২৩ মে ২০১৭

৫:০৪:০৪ PM
831458

বাহরাইনে;

নিরাপত্তা বাহিনীর গুলিতে যুবকের শাহাদত (ছবি)

বাহরাইনের দিরাজ অঞ্চলে এদেশের নিরাপত্তা বাহিনী ও জনতার মাঝে সৃষ্ট সংঘর্ষে শহীদ হয়েছেন বাহরাইনি যুবক ‘মুহাম্মাদ কাযেম মুহসিন যাইনুদ্দীন’।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: বাহরাইনের দিরাজ অঞ্চলে দেশের নিরাপত্তা বাহিনীর হামলায় শহীদ হয়েছেন এক যুবক।
দিরাজ অঞ্চলে বাহরাইনি সৈন্যদের হামলার ঘটনায় ঐ অঞ্চলের যুবকেরা কাফন পরে রাস্তায় নেমে এসে আয়াতুল্লাহ ঈসা কাসেমের সমর্থনে নিরাপত্তা বাহিনীর আর্মড ভেহিকলের সামনে অবস্থান নেয়। এ সময় দুপক্ষের মাঝে সৃষ্ট সংঘর্ষে ‘মুহাম্মাদ কাযেম মুহসিন যাইনুদ্দীন’ নামক এক যুবক শহীদ হয়েছেন। এ হামলায় উল্লেখযোগ্য সংখ্যক বাহরাইনি আহত হওয়ার তথ্য এ বিষয়ে প্রকাশিত সংবাদে বলা হয়েছে।
এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আয়াতুল্লাহ ঈসা কাসেমের বাসস্থান দিরাজ এলাকায় অভিযান শুরুর তথ্য প্রকাশ করে।
আয়াতুল্লাহ ঈসা কাসেমের সমর্থনে রাস্তায় নেমে আসা সাধারণ জনতার উদ্দেশ্যে টিয়ার সেল ও শর্টগানের গুলি ছুড়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া আয়াতুল্লাহ ঈসা কাসেমের বাড়ির উপর হেলিকপ্টার উড়তে দেখা গেছে। দিরাজ এলাকার মসজিদ ও পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে ‘আল্লাহু আকবার’ ধ্বনি শোনা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ (মঙ্গলবার, ২৩ মে) ভোর থেকে নিরাপত্তা বাহিনীর আর্মড ভেহিকেলগুলো দিরাজ এলাকার ‘ফিদা’ স্কয়ারকে ঘিরে ফেলে। বাহরাইনের বিপ্লবী জনতা এ সময় কাফন পরে স্বৈরাচারী আলে খলিফা সরকারের বিরুদ্ধে শ্লোগান দিতে দিতে দিরাজ অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে বাধা দেয়। ফলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়।
গত রোববার সকালে বাহরাইনের একটি আদালত শাইখ ঈসা কাসেমকে এক বছর কারাদণ্ড এবং ১ লক্ষ দিনার (২ লাখ ৬৫ হাজার ডলার) অর্থ জরিমানা করে।
বাহরাইনের বিশিষ্ট মারজায়ে তাকলিদ শাইখ ঈসা কাসেমের দপ্তরে কর্মরত হুসাইন আল-কাসসাব ও মীর্জা দিরাজিকেও এক বছর কারাদণ্ড ও অর্থ জরিমানা করেছে বাহরাইনের ঐ আদালত।
আদালতের ঐ রায়ে, শাইখ ঈসা কাসেমের একাউন্টে বিদ্যামান প্রায় ৩৬ লক্ষ বাহরাইনি দিরহামসহ তাদের সকল স্থাবর সম্পত্তি ক্রোক করার নির্দেশ প্রদান করা হয়েছে।#