‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

২ জুলাই ২০১৭

১২:০১:২৮ AM
839893

ক্যামেরুনে মসজিদে আত্মঘাতী হামলা ; নিহত ৩

ক্যামেরুনের উত্তারাঞ্চলীয় কারাভা শহরে গত শুক্রবার (৩০ জুন) আত্মঘাতী বিস্ফোরণে দুই আত্মঘাতীসহ অন্তত ৩ জন নিহত হয়েছে।

আনাতোলি ইংরেজি’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: আত্মঘাতী ২ নারী মসজিদে প্রবেশ করতে চাইলে মসজিদের মুসল্লিরা তাদের উদ্দেশ্যে চিৎকার শুরু করে। এ সময় ঐ দুই নারী তাদের সাথে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। ঘটনায় মসজিদের দরজায় একজন মুসল্লি প্রাণ হারিয়েছেন।

সামরিক এক অফিসার জানিয়েছেন: এ হামলার নেপথ্যে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠী জড়িত থাকতে পারে বলে মনে করছে ক্যামেরুনের নিরাপত্তা বিভাগ।

তিনি বলেন: প্রায় প্রতি সপ্তাহেই বোকো হারাম সন্ত্রাসীরা এ অঞ্চলে হামলা চালায় এবং চলতি সপ্তাহও এর ব্যতিক্রম ছিল না।

ক্যামেরুনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনের ভিত্তিতে ২০১৭ সালের জানুয়ারি থেকে জুন মাস নাগাদ প্রায় ২০ ব্যক্তি বোকো হারাম সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারিয়েছেন।

জাতিসংঘের প্রতিবেদনের ভিত্তিতে প্রায় ২ কোটি ৬০ লক্ষ মানুষ বোকো হারাম সন্ত্রাসীদের বিভিন্ন সহিংসতার শিকার। সন্ত্রাসী এ গ্রুপের সহিংসতারর মুখে ইতিমধ্যে গৃহহারা হয়েছেন প্রায় ২৬ লাখ মানুষ।# ইকনা