আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): শোক মজলিশ ও মাতম মিছিলের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হয়েছে পবিত্র আশুরা। শোক মজলিশে বক্তব্য ও মাসায়েব পরিবেশন করেন বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম সৈয়দ ফিরোজ আলী আবেদি। এরপর আহলে বাইত (আ.) এর অনুসারীরা ইমাম হুসাইন (আ.) ও কারবালার শহীদদের স্মরণে একটি মাতম মিছিল বের করে। মিছিলে আহলে বাইত (আ.) এর উল্লেখযোগ্য সংখ্যক নারী ও পুরুষ ভক্ত অংশগ্রহণ করেন।#










