১৮ অক্টোবর ২০১৭ - ০২:০৪
ইরাকি সৈন্যদের দখলে খানকিন শহর (ছবি)

ইরাকের মোবিলাইজেশন ফোর্সের ১১০নং ব্রিগেড এবং ইরাকের সেন্ট্রাল পুলিশ গতকাল সকালে দিয়ালা প্রদেশের পূর্বাঞ্চলীয় খানকিন শহরে প্রবেশ করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গতকাল (মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০১৭) সকালে দিয়ালা প্রদেশের পূর্বাঞ্চলীয় খানকিন শহরে প্রবেশ করে শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে ইরাকের মোবিলাইজেশন ফোর্সের ১১০নং ব্রিগেড ও ইরাকের সেন্ট্রাল পুলিশ।

এর আগে শহরটি বারজানির সৈন্য ও সমর্থকদের দখলে ছিল। মোবিলাইজেশন ফোর্সের জনসংযোগ বিভাগ জানিয়েছে যে, বারজানির সৈন্যরা ঐ শহর থেকে পশ্চাদপসারণের পর তারা শহরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।#