‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

২৫ জুন ২০১৮

৪:১৩:৩৭ PM
899113

হৃদয় বিদারক ৮ই শাওয়াল উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবাদ মিছিল (সচিত্র)

বিশেষ আলোচনা সভা, প্রতিবাদ মিছিল, আযাদারী ও চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে ৮ই শাওয়ালের হৃদয় বিদারক ঘটনাকে স্মরণ করেছে ঢাকার আহলে বাইত (আ.) এর অনুসারীরা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গত শুক্রবার বাদ মাগরীব মিরপুর কারবালায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের মাননীয় কাউন্সেলর জনাব সৈয়দ মুসা হুসাইনি, হুজ্জাতুল ইসলাম সৈয়দ আফতাব হুসাইন নাকাভি, হুজ্জাতুল ইসলাম সৈয়দ এহসান হুসাইন হুসাইনি, হুজ্জাতুল ইসলাম হাশেম আব্বাস, হুজ্জাতুল ইসলাম মীর আশরাফুল আলম, হুজ্জাতুল ইসলাম সৈয়দ মুহাম্মাদ রেজা রাজাভি ও হুজ্জাতুল ইসলাম সৈয়দ ফিরোজ আলীসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি প্রতিবাদী মিছিলেও অংশগ্রহণ করে আহলে বাইত (আ.) এর শোকার্ত অনুসারীরা।
১৯২৬ সালের ২১ এপ্রিল (৮ই শাওয়াল, ১৩৪৪ হি.) স্বৈরাচারী আলে সৌদ মক্কা ও মদিনায় অবস্থিত সকল মাজার ধ্বংস করে দেয়। ঐতিহাসিক জান্নাতুল বাকী কবরস্থানটিও তাদের এ ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি।
জান্নাতুল বাকীতে শায়িত আছেন ইসলামের অনেক সম্মানিত ব্যক্তিবর্গ, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল:
• ইমাম হাসান (আ.)
• ইমাম যয়নুল আবেদিন (আ.)
• ইমাম মুহাম্মাদ বাকির (আ.)
• ইমাম জাফর সাদিক (আ.)
• হযরত ফাতেমা বিনতে আসাদ (আ.) [হযরত আলী (আ.) এর মাতা]
• হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (রা.) [মহানবি (স.) এর চাচা]
• ইব্রাহিম ইবনে মুহাম্মাদ (আ.) [মহানবি (স.) এর পুত্র যিনি শৈশবে ইন্তিকাল করেন]
• মহানবি (স.) এর স্ত্রীগণ (হযরত খাদিজা (আ.) ব্যতীত)
• আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.)সহ বহু সাহাবা।
• ইমাম মালিক বিন আনাস (রহ.)