‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IQNA
বৃহস্পতিবার

৬ জুন ২০১৯

১:৩৭:১৩ PM
947561

সুদানে বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর গুলি, নিহতের সংখ্যা বেড়ে ৬০

সুদানের রাজধানী খার্তুমে সেনা সদর দপ্তরের সামনে অবস্থানরত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দেশটির সেনাবাহিনী সোমবার অতর্কিতে 'হামলা' চালিয়েছে। এতে অন্তত ৬০ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।

(ABNA24.com) সুদানের রাজধানী খার্তুমে সেনা সদর দপ্তরের সামনে অবস্থানরত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দেশটির সেনাবাহিনী সোমবার অতর্কিতে 'হামলা' চালিয়েছে। এতে অন্তত ৬০ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।

গত ডিসেম্বর থেকে সুদানের সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করেন। শুরুতে বিক্ষোভের ইস্যু ছিল অর্থনৈতিক দুরবস্থা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ। ধীরে ধীরে সেটি সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। একপর্যায়ে সেনাবাহিনীর হস্তক্ষেপে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিন দশক ধরে সুদান শাসন করা ওমর আল-বশির ।

ওমর আল-বশিরকে উৎখাতের পর এটি দেশটিতে সবচেয়ে ভয়াবহ নৃশংসতার ঘটনা। প্রধান বিক্ষোভকারী দলের অভিযোগ, ক্ষমতাসীন সেনা কাউন্সিল তাদের ক্যাম্প ভেঙে দিয়েছে। সেনা কাউন্সিল ওই অভিযোগ অস্বীকার করে বলেছে, ‘উচ্ছৃঙ্খল একটি দল’ নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করেছে।

সোমবার নিরাপত্তাবাহিনী আন্দোলনকারীদের মূল এলাকায় ঢুকে পড়লে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় তারা হাসপাতালসহ বিভিন্ন স্থাপনার ভেতরে অবস্থান নেন। এই হত্যাকাণ্ডের জন্য দেশটির সেনাবাহিনীর সমালোচনা চলছে আন্তর্জাতিক মহলে।




/129