‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Pars Today
বুধবার

১৪ আগস্ট ২০১৯

৯:৩২:৩৪ AM
968856

ভারতে পৌঁছার পর শেইখ জাকজাকি’র চিকিৎসা নিয়ে প্রতারণা

নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের নেতা শেইখ ইব্রাহিম জাকজাকি ও তার স্ত্রীর চিকিৎসা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। শেইখ জাকজাকির ইরানস্থ দপ্তর থেকে বলা হয়েছে, ভারতে যাদের মাধ্যমে চিকিৎসা করানোর জন্য সব ধরণের ব্যবস্থা করা হয়েছিল শেষ পর্যন্ত তাদেরকে চিকিৎসার দায়িত্ব দেওয়া হয় নি।

(ABNA24.com) নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের নেতা শেইখ ইব্রাহিম জাকজাকি ও তার স্ত্রীর চিকিৎসা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। শেইখ জাকজাকির ইরানস্থ দপ্তর থেকে বলা হয়েছে, ভারতে যাদের মাধ্যমে চিকিৎসা করানোর জন্য সব ধরণের ব্যবস্থা করা হয়েছিল শেষ পর্যন্ত তাদেরকে চিকিৎসার দায়িত্ব দেওয়া হয় নি।

শেইখ জাকজাকি নয়া দিল্লি বিমানবন্দরে পৌঁছার পরপরই প্রতারণামূলক পদক্ষেপের মাধ্যমে তাকে ভিন্ন একদল চিকিৎসকের কাছে হস্তান্তর করা হয়েছে। যাদের কাছে জাকজাকি ও তার স্ত্রীকে হস্তান্তর করা হয়েছে তাদের সঙ্গে জাকজাকির ঘনিষ্টদের ঠিক করা চিকিৎসক টিমের কোনো সম্পর্ক নেই।

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী এবং তাদের অনুচরদের সহযোগিতায় এ প্রতারণামূলক পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে বলে জাকজাকির দপ্তর থেকে অভিযোগ করা হয়েছে।

শেইখ জাকজাকির দপ্তর থেকে আরও বলা হয়েছে, তাদের নেতা এবং নেতার স্ত্রী’র চিকিৎসার ক্ষেত্রে নেতিবাচক কিছু ঘটলে নাইজেরিয়ার সরকার বিশেষকরে নাইজেরীয় নিরাপত্তা বাহিনীকে এর দায় বহন করতে হবে।

নাইজেরিয়ার আদালতের এক রায়ের ভিত্তিতে চিকিৎসার জন্য শেইখ জাকজাকি ও তার স্ত্রীকে ভারতে পাঠিয়েছে দেশটির সরকার।#



/129