২৮ আগস্ট ২০২১ - ০৭:৩৬
পশ্চিমবঙ্গে অবিলম্বে উপনির্বাচন করার দাবি জানালো তৃণমূল কংগ্রেস, বিরোধিতা বিজেপি’র

পশ্চিমবঙ্গে ৭টি বিধানসভা কেন্দ্রে অবিলম্বে উপনির্বাচন করার দাবি জানিয়েছে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। এ নিয়ে আজ (বৃহস্পতিবার) দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানান তৃণমূলের প্রতিনিধিদল। ৫ সদস্য সমন্বিত প্রতিনিধিদলে ছিলেন অধ্যাপক সৌগত রায় সুখেন্দুশেখর রায়, মহুয়া মৈত্র, জহর সরকার ও সাজদা বেগম।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ কোভিড বিধি মেনে হবে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে তৃণমূল। এর আগে করোনা পরিস্থিতিতে উপনির্বাচন করা নিয়ে সমস্ত রাজনৈতিক দলের মতামত জানতে চিঠি দেয় নির্বাচন কমিশন। 

এ নিয়ে আজ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেন,  ‘ওনারা রোজই নির্বাচন কমিশনে যান চা খেতে। তাতে কী আসে যায়। যে মুখ্যমন্ত্রী এখানে স্কুল খুলতে দিচ্ছেন না, লোকাল ট্রেন চালু করতে দিচ্ছেন  না। বিয়ে বাড়িতে ৫০ জনের বেশি ডাকতে পারা  যাচ্ছে না, আত্মীয় আসতে পারছে না। দু'বছর কর্পোরেশন আর মিউনিসিপ্যালিটি নির্বাচন  আটকে রেখেছেন। কোটি কোটি লোকের অধিকার হরণ করেছেন। তিনি কোন অধিকারে বলছেন উপনির্বাচন করতে হবে? কেবল রাজত্ব, ক্ষমতা ছাড়া কিছুই বোঝেন না উনি। এরকম পরিস্থিতিতে আমাদেরও একজন মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে কি বাংলা ডুবে যাবে? একবার ছেড়েই দেখুন না। ওরা চামড়া ছেড়ে দেবে কিন্তু গদি ছাড়বে না।’

অন্যদিকে, তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেছেন, ‘বিজেপি গত বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে বঙ্গ বিজেপির মাথার ঠিক নেই। বিজেপির কথা একেবারেই অবাস্তব। ওরা জানে যে উপনির্বাচন হলে ওরা সব জায়গায় হারবে। আর হারের কলঙ্ক ওরা নিতে চায় না সেজন্য নির্বাচন এড়ানোর চেষ্টা করছে।’ #

342/