১২ মার্চ ২০২৩ - ২০:১০
ইরান-সৌদি চুক্তি ইয়েমেনে যুদ্ধবিরতি দ্রুততর করবে

জাতিসংঘে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে, শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ে ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে যে চুক্তি হয়েছে তার কারণে ইয়েমেনে যুদ্ধবিরতি দ্রুততর হবে।

গতকাল (শনিবার) নিউইয়র্কভিত্তিক ইরানি মিশন এক বিবৃতিতে এই মন্তব্য করেছে। তার আগের দিন বেইজিংয়ে ইরান ও সৌদি আরব চুক্তি সই করে। চুক্তির সইয়ের ক্ষেত্রে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে।

ইরানি মিশন তাদের বিবৃতিতে বলেছে, ইরান-সৌদি চুক্তি দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক- তিনক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে। পাশাপাশি মুসলিম বিশ্বের জন্য এ চুক্তি গুরুত্বপূর্ণ হয়ে দেখা যাবে। এই চুক্তির ফলে ইয়েমেনের যুদ্ধবিরতি দ্রুততর করবে সৌদি আরব। এ কারণে অংশগ্রহণমূলক জাতীয় সরকার গঠন করা সম্ভব হবে।

২০১৫ সালের ২৬ মার্চ সৌদি আরব ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করে। এই যুদ্ধে সৌদি আরবকে কয়েকটি আরব দেশ এবং আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা ব্যাপকভাবে সহযোগিতা করেছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সমূলে উৎখাত এবং পলাতক আব্দ রাব্বু মানসুর হাদীকে ক্ষমতায় বসানোর লক্ষ্য নিয়ে সৌদি আরব ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করে।#

342/