১৫ মে ২০২৩ - ১৩:১১
ঐতিহাসিক রান-অফ নির্বাচনের পথে তুরস্ক

তুরস্কের নির্বাচন বোর্ড জানিয়েছে, গতকাল অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী রজব তাইয়েব এরদোগান শতকরা ৪৯.৪ ভাগ ভোট পেয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন। তবে তিনি শতকরা ৫০ ভাগের বেশি ভোট না পাওয়ায় এই নির্বাচন রান-অফে গড়াবে।

নির্বাচন বোর্ডের প্রধান আহমেদ ইয়েনার জানিয়েছেন, এ পর্যন্ত শতকরা ৯৯ ভাগ ভোট গণনা করা হয়েছে। তাতে এরদোগানের প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারওগ্লু পেয়েছেন শতকরা ৪৪.৯৬ ভাগ ভোট।এখন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার তিন নম্বর প্রার্থী সিনান ওগানের দিকে সবার দৃষ্টি।

তিনি কোন প্রার্থীকে সমর্থন দেন সেটি নিয়ে চলছে নানা জল্পনা। এবারের নির্বাচনে তিনি পেয়েছেন শতকরা ৫.২ ভাগ ভোট। তার এই অল্প পুঁজি এখন রান-অফ নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তার সমর্থকদের ভোট এরদোগান এবং কিলিচদারওগ্লুর মধ্যে জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সিনান ওগানকে এখন 'কিং মেকার' ভাবা হচ্ছে। 
তবে তিনি বলেছেন, বিরোধী প্রার্থী কিলিচদারওগ্লু যদি কুর্দিপন্থী এইচডিপি পার্টিকে জোট থেকে বাদ দিতে পারেন তাহলে তিনি তাকে সমর্থন দেবেন।

এদিকে, রজব তাইয়েব এরদোগান গতরাতে রাজধানী আঙ্করায় দলের প্রধান কার্যালয়ের সামনে বিজয়ী ভাষণ দিয়েছেন।
অন্যদিকে, কামাল কিলিচদারওগ্লু নির্বাচনের রান-অফে জেতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আগামী ২৮ মে'র রান-অফ নির্বাচনে তিনি বিজয়ী হবেন।#

342/