২৫ নভেম্বর ২০২৫ - ২২:২৩
নূরনগরে হযরত ফাতেমা (সা.আ.)-এর শাহাদত উপলক্ষে শোক মজলিস ।

সাতক্ষীরার নূরনগরে হযরত ফাতেমা (সা.আ.)-এর শাহাদতে বিপুল সংখ্যক আহলে বাতের প্রেমিকগণের উপস্থিতিতে শোক মজলিস অনুষ্ঠিত হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): শোক মজলিসির শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানের বিশেষ অতিথি ও বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. রিজওয়ানুস সালাম খান এবং শোকের নওহা ও মাতম মজলিসের সমাপ্তি হয়।




476440548_1048638030638187_5567937245612717590_n.jpg



574567667_2602858643382001_7967786796953148869_n.jpg

Tags

Your Comment

You are replying to: .
captcha