‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২০ নভেম্বর ২০২১

১০:১৮:৪৯ AM
1200318

কৃষি আইনে পিছু হটলেন মোদি-শাহ, এবার কি ৩৭০ ধারা-CAA? শুরু গুঞ্জন

সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ২০ নভেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : বাংলাদেশের শিরোনাম:

  • টুঙ্গিপাড়ায় পররাষ্ট্রমন্ত্রী-রোহিঙ্গাদের ফেরত নিতে পঞ্চম বছরেও কথা রাখেনি মিয়ানমার-দৈনিক কালেরকণ্ঠ

  • চাইলে খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনতে পারবে বিএনপি: আইনমন্ত্রী- প্রথম আলো
  • মিথ্যা অপবাদ নিয়ে মরতে চাই না: মেয়র জাহাঙ্গীর –যুগান্তর
  • খালেদা জিয়ার সুচিকিৎসার পদক্ষেপ নিতে সরকারের প্রতি গণ অধিকার পরিষদের আহ্বান-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির গণঅনশন-দৈনিক ইত্তেফাক
  • তাইওয়ানে আগ্রাসন চালাতে পারে চীন-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • উনি থাকতেই বা দলের কী লাভ হচ্ছে! তথাগতের ‘বিদায়’ নিয়ে কটাক্ষ দিলীপের-আনন্দবাজার
  • কৃষকদের জন্য ভাবিত হলে অজয় মিশ্রর সঙ্গে মঞ্চ ভাগ করবেন না’, মোদিকে তোপ প্রিয়াঙ্কার -আজকাল
  • কৃষি আইনে পিছু হটলেন মোদি-শাহ, এবার কি ৩৭০ ধারা-CAA? শুরু গুঞ্জন-সংবাদ প্রতিদিন

বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

টুঙ্গিপাড়ায় পররাষ্ট্রমন্ত্রী-রোহিঙ্গাদের ফেরত নিতে পঞ্চম বছরেও কথা রাখেনি মিয়ানমার-দৈনিক কালেরকণ্ঠ

রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, পৃথিবীর সব দেশ একবাক্যে বলেছে রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফেরত যায়। ইতিমধ্যে রেজুলেশন পাশ হয়েছে, আমরা যেটা এতোদিন ধরে প্রচেষ্টা চালিয়েছিলাম। পৃথিবীর সব দেশ একবাক্যে স্বীকার করেছে যে, রোহিঙ্গারা যেন তাদের দেশে ফেরত যায়। আজ শনিবার (২০ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সামাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি এতে করে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর চাপ বাড়বে। মিয়ানমার ইতোপূর্বে আমাদেরকে বলেছে যে, তারা রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেবে এবং লোকগুলো যাতে তাদের দেশে ফেরত যায় সেজন্য তারা পরিবেশও তৈরি করবে। কিন্তু আজকে ৫ম বছর অতিবাহিত হলেও তারা তাদের কথা রাখেননি। তিনি বলেন, আমরা আশা করছি যে আগামীতে তারা তাদের কথা রাখবে এবং এদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তারা আস্তে আস্তে ফিরিয়ে নিয়ে যাবে। পররাষ্টমন্ত্রী আরো বলেন, মিয়ানমারের সাথে দ্বি-পাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছি। মিয়ানমারই এই সমস্যার সৃষ্টি করেছে এবং একমাত্র তারাই এই সমস্যা দূর করতে পারে।

চাইলে খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনতে পারবে বিএনপি: আইনমন্ত্রী- প্রথম আলো

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে যত বড় চিকিৎসক তারা (বিএনপি ও খালেদা জিয়ার পরিবার) আনতে চায়, তা আনতে পারে। এতে সরকার কোনো বাধা দেবে না।

আইনমন্ত্রী আজ শনিবার রাজধানীতে নিজের বাসা থেকে নিজ নির্বাচনী এলাকা আখাউড়ার একটি সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠিয়ে তাঁর সুচিকিৎসার দাবি জানাচ্ছে বিএনপি। এ দাবিতে আজ দলটি গণ-অনশন কর্মসূচি পালন করছে।

এমন অবস্থায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এটি (খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো) আইনের ব্যাপার। মানবিকতার দৃষ্টান্ত হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনে যা করা সম্ভব, তা কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য করেছেন। ভুলে গেলে চলবে না, বাংলাদেশের আদালত দ্বারা খালেদা জিয়া সাজাপ্রাপ্ত। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইন দ্বারা যে সুবিধা দেওয়া প্রয়োজন, তাঁকে সেটা দেওয়া হয়েছে।

মিথ্যা অপবাদ নিয়ে মরতে চাই না: মেয়র জাহাঙ্গীর –যুগান্তর

বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পুনর্বিবেচনা করতে আওয়ামী লীগের সভাপতি ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। 

গাজীপুর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করার পর শনিবার সকালে বোর্ডবাজার হারিকেন এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তিনি। 

মেয়র জাহাঙ্গীর কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি কোনো পদ চাই না, আমি আওয়ামীলীগের সমর্থক হিসাবে বাঁচতে চাই। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে আমার অস্তিত্বের রক্তের সম্পর্কের ছেদ ধরাতে একটি মহল ষড়যন্ত্রের জাল বুনেছিল। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী ও আমি যখন দেশের বাইরে ঠিক তখনই বিভিন্ন সময় যুক্তি তর্কের অডিও কাটছাঁট করে আংশিক ফেসবুকে প্রকাশ করে অপপ্রচার করা হয়েছে। আমি আবারও বলছি, আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে ক্ষমা করে অন্তত আওয়ামী লীগের সমর্থক হিসাবে থাকতে দিন।

খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির গণঅনশন-দৈনিক ইত্তেফাক

বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে গণঅনশন শুরু করেছে দলের নেতা-কর্মীরা। শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচে অনশন শুরু করেন তারা।  কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচির শুরুতে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ‘রাজধানীর মতো দেশের অন্যান্য বিভাগীয় শহর ও জেলাগুলোতেও অনশন কমর্সূচি পালিত হচ্ছে।’

এসময় আশপাশের সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকাটিতে বিপুল আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এছাড়াও গণঅনশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়সহ স্থায়ী কমিটিসহ শীর্ষপর্যায়ের সব নেতারা অংশগ্রহণ করছেন।

এর আগে গত বৃহস্পতিবার বিকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে জানিয়ে তার বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।’

তাইওয়ানে আগ্রাসন চালাতে পারে চীন-দৈনিক মানবজমিন

নির্দেশ পেলেই তাইওয়ানে উচ্চ ঝুঁকিপূর্ণ আগ্রাসন চালাতে পারে চীনের সেনাবাহিনী। এ নির্দেশ পালনের জন্য সামরিক নেতাদের যা যা প্রয়োজন তার সবটাই তাদের হাতে আছে অথবা শিগগিরই পেয়ে যাবে। এর ফলে নির্দেশ দিলেই তারা তাইওয়ানে হামলা চালাতে সক্ষম। বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের বার্ষিক এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। অনলাইন স্ট্রেইটস টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়। কংগ্রেসের কাছে এই রিপোর্ট দিয়েছে ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন।এতে যুক্তরাষ্ট্রের পিছুটান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বলা হয়েছে, প্রাথমিকভাবে চীনা নেতারা যদি তাইওয়ানে হামলা চালায়, তাহলে শুধু যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কাউকে পাশে না পেলে, একাই তার বিরোধিতা করবে এমন সম্ভবনা কমে এসেছে।

এরই মধ্যে তাইওয়ানের বিরুদ্ধে আকাশ, নৌপথে ব্লকেড বা অবরোধ, সাইবার হামলা, ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করেছে চীনের সেনাবাহিনী। এ জন্য প্রায় দুই দশক ধরে চীনের সেনাবাহিনী পর্যায়ক্রমে পরিকল্পনা চালিয়েছে।

খালেদা জিয়ার সুচিকিৎসার পদক্ষেপ নিতে সরকারের প্রতি গণ অধিকার পরিষদের আহ্বান-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আজ শনিবার দুপুরে এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ এ আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, 'বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, যিনি নিজেও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের চেয়ারপার্সন। রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্যে প্রণোদিত মামলায় তাকে হয়রানি না করে, তার মুক্তির ব্যবস্থা করা সরকারের নৈতিক দায়িত্ব। তাই অসুস্থ খালেদা জিয়াকে তার পরিবারের ইচ্ছা অনুযায়ী দেশ-বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানা জানাই।'

বয়স ও শারীরিক জটিলতা বিবেচনায় আইনের মারপ্যাচ না দেখিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতেও নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, বিনা চিকিৎসায় খালেদা জিয়া মারা গেলে এটা মানবাধিকার লঙ্ঘন হবে। যার জন্য বর্তমান সরকারকেও বিচারের মুখোমুখি হতে হবে বলে নেতৃবৃন্দ সরকারকে সতর্ক করেন।

উনি থাকতেই বা দলের কী লাভ হচ্ছে! তথাগতের ‘বিদায়’ নিয়ে কটাক্ষ দিলীপের-আনন্দবাজার

তথাগত রায়কে এক হাত নিলেন দিলীপ ঘোষ। শনিবার সকালেই টুইট করে দল ছাড়ার জল্পনা উস্কে দেন তথাগত। তা নিয়ে ‘পাগলা দাশু’-র সংলাপ উদ্ধৃত করে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এ বার একই বিষয়ে তথাগতকে বিঁধলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘উনি দলে থাকতেই বা পার্টির কী লাভ হয়েছে, আমার তো জানা নেই।’’ এর পরই তাঁর সংযোজন, ‘‘উনি কী করবেন, তা ওঁর সিদ্ধান্ত। ওঁকে নিয়ে আমার ভাবার সময় নেই। আমি আমার দল এবং দলের কর্মীদের নিয়ে ভাবি।’’

শনিবার সকালে টুইটে তথাগত লেখেন, ‘আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!’ এর পরই রাজনৈতিক মহলে তথাগতের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা ছড়ায়। সংবাদমাধ্যমে এই টুইট নিয়ে প্রশ্ন করা হলে তথাগত বলেন, ‘টুইটে যা লিখেছি, তার বাইরে একটিও কথা বলব না।’ তাঁকে প্রশ্ন করা হয়, তা হলে কি আপনি দল ছাড়ছেন? উত্তরে তথাগত বলেন, ‘আমি টুইটে ‘আপাতত’ শব্দটি লিখেছি। এর থেকে বেশি আর কিছু বলব না।’

কৃষি আইনে পিছু হটলেন মোদি-শাহ, এবার কি ৩৭০ ধারা-CAA? শুরু গুঞ্জন-সংবাদ প্রতিদিন

ক্ষমা চেয়ে বিতর্কিত তিন কৃষি আইন (Farm Law) প্রত্যাহার করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। কিন্তু তাঁর এই ‘চমক’ সংস্কারমুখী মোদি সরকারের ভাবমূর্তিকে ধাক্কা দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি তুলে দিল একাধিক প্রশ্নও। তবে কি এবার কাশ্মীরকে বিশেষ মর্যাদা (৩৭০ ধারা) ফিরিয়ে দেওয়ার পালা? আপাতত হিমঘরে থাকা নাগরিকত্ব সংশোধন আইনও কি পড়তে চলেছে বাতিলের তালিকায়? সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে গুঞ্জন।

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০১৯ সালে দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় ফিরেছিল বিজেপি। মসনদে ফিরে একের পর এক ‘সংস্কারমুখী’ পদক্ষেপ করেছিল তারা। কুরসিতে বসেই প্রধানমন্ত্রী কাশ্মীরের (Kashmir Article 370) বিশেষ মর্যাদা বাতিল করেছিলেন। অবলুপ্ত হয়েছিল সংবিধানের ৩৭০ ও ১৫এ ধারা। কেন্দ্রের এই সিদ্ধান্তের কম বিরোধিতা হয়নি।

বিরোধীরা বলে, বিরোধী কণ্ঠস্বর রোধ করতে দীর্ঘদিন গৃহবন্দী করে রাখা হয়েছিল কাশ্মীরের নেতা-নেত্রীদের। বন্ধ করে দেওয়া হয়েছিল ভূস্বর্গে ইন্টারনেট পরিষেবাও। কাশ্মীরের গণতন্ত্র কেড়ে নেওয়া হয়নি, বিশ্বের দরবারে এটা প্রমাণ করতে কম কাঠখড় পোড়াতে হয়নি মোদি সরকারকে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা চলছে এখনও, কিন্তু নিজেদের অবস্থানে অনড় মোদি সরকার। আর কতদিন নিজেদের অবস্থানে অবিচল থাকতে পারবে বিজেপি সরকার, কৃষক আইন প্রত্যাহারে পরই উঠছে প্রশ্ন। 

কৃষকদের জন্য ভাবিত হলে অজয় মিশ্রর সঙ্গে মঞ্চ ভাগ করবেন না’, মোদিকে তোপ প্রিয়াঙ্কার -আজকাল

বিতর্কিত তিন কৃষি আইন (Farm Laws) প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তারপর থেকেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করা শুরু করে বিরোধী শিবিরের নেতা-মন্ত্রীরা। তাঁদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। কংগ্রেস নেত্রী শুক্রবারই তোপ দেগে বলেছিলেন, ক্ষণে ক্ষণে রং বদলায় মোদি সরকার। শনিবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন সনিয়া কন্যা। সেখানে তিনি আরজি জানালেন, যদি কৃষকদের সম্পর্কে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য যদি সৎ থাকে তাহলে তাঁর উচিত নয় অজয় মিশ্রর সঙ্গে এক মঞ্চে না থাকা।

প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে অভিযোগ উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের গাড়িতে পিষে দেওয়ার। যা নিয়ে বিতর্ক চরমে পৌঁছেছিল গত মাসে। পুলিশ গ্রেপ্তারও করেছে আশিসকে। কেন্দ্র কৃষি আইন প্রত্যাহারের পরেও মোদি সরকারের সমালোচনায় এবার সেই ইস্যুই তুলে ধরলেন প্রিয়াঙ্কা।

342/