‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৩১ অক্টোবর ২০২২

৭:১৪:৫৬ PM
1319188

ব্রিটেনে ৯ দিনের গ্যাস মজুদ রয়েছে, বন্ধ খনি আবারও চালুর পদক্ষেপ

ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানি বা বিপি জানিয়েছে, সেদেশে এই মুহূর্তে ৯ দিনের জন্য গ্যাস মজুদ রয়েছে। এ অবস্থায় ব্রিটিশ সরকার শীতের আগেই 'রাফ' গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলন শুরু করেছে। এর ফলে গ্যাস মজুদ ৫০ শতাংশ বাড়বে।

কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ব্রিটেনে গ্যাসের মজুদ ব্যাপকভাবে কমে যাওয়ায় তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সেন্ট্রিকা কোম্পানি  বলছে, 'রাফ' গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলন শুরু করা হলেও শীতকালে গ্যাস সংকট পুরোপুরি নিরসন হবে না। ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্রিটেনেই গ্যাস মজুদ সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে এই কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ব্রিটেন 'রাফ' নামক যে গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলনের মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করছে সেটি নর্থ সি-তে অবস্থিত। রক্ষণাবেক্ষণ ব্যয় বেশি হওয়ার কারণে ২০১৭ সালে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে গত ২৮ অক্টোবর থেকে আবারও সেখান থেকে উত্তোলন শুরু করা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

এদিকে, ইউরোপের অন্যান্য দেশের গ্যাস মজুদের অবস্থাও খুব একটা ভালো নয়। জার্মানিতে আগামী ৮৯ দিনের জন্য গ্যাস মজুদ রয়েছে। ফ্রান্সে গ্যাস মজুদ রয়েছে ১০৩ দিনের এবং হল্যান্ডে রয়েছে ১২৩ দিনের।#    

342/