‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২৫ নভেম্বর ২০২২

৫:৩৯:০৮ PM
1326124

জেরুজালেমে প্রতিরোধ যোদ্ধাদের অভিযানকে স্বাগত জানাল হিজবুল্লাহ

ইহুদিবাদী ইসরাইলের দখলে থাকা জেরুজালেম শহরে দু’টি আলাদা হামলায় অন্তত একজন ইসরাইলি নিহত ও অপর ১৮ জনের আহত হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

সংগঠনটি বলেছে, ফিলিস্তিনিরা যে তাদের মাতৃভূমির ওপর ইসরাইলি দখলদারিত্ব মেনে নেয়নি এসব অভিযানের ফলে তা প্রমাণিত হয়েছে।

জেরুজালেমের দু'টি বাসস্ট্যান্ডে বুধবার আলাদা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত ও ১৮ ইহুদিবাদী আহত হয়।জেরুজালেমকে বায়তুল মুকাদ্দাস বলে অভিহিত করেন ফিলিস্তিনিরা।

বুধবার শেষ বেলায় প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, “জেরুজালেম আল-কুদসে দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা দু’টি বীরোচিত অভিযান চালিয়েছেন।” বিবৃতিতে দখলদারদের বিরুদ্ধে পাল্টা হামলার সংখ্যা বৃদ্ধিতে ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানানো হয়।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, “এই সাহসী অভিযানগুলি ফিলিস্তিনি জাতির পক্ষ থেকে ইসরাইলের অব্যাহত দখলদারিত্বকে প্রত্যাখ্যান করার একটি সত্যিকারের মূর্ত প্রতীক এবং শত্রুর ঔদ্ধত্যের মোকাবিলা করতে, তাদের অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিক্রিয়া জানাতে ফিলিস্তিনি জনগণের দৃঢ় সংকল্পের প্রমাণ বহন করে।”

বিবৃতিতে আরো বলা হয়, “অভিযানগুলো প্রতিরোধ ফ্রন্টের শত্রুর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় প্রবেশ করার এবং সঠিক জায়গায় ও সঠিক সময়ে ইহুদিবাদীদের বেদনাদায়ক আঘাত হানার ক্ষমতা নিশ্চিত করে।”#

342/