‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১৪ মে ২০২৩

৫:৩০:৫২ AM
1365500

যুদ্ধজাহাজে ২০০০ কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র বসালো ইরান

ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌশাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি জানিয়েছেন, তার সেনারা নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলোকে দেশে তৈরি ২,০০০ কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করেছেন।

এই ক্ষেপণাস্ত্র বসানোর কাজে দেশের বিশেষজ্ঞ এবং প্রযুক্তিবিদরা নিরলসভাবে কাজ করেন। অ্যাডমিরাল তাংসিরি বলেন, সমুদ্রগামী শহীদ মাহদাভি যুদ্ধজাহাজে ইরানে তৈরি কাদর-৪৭৪ ক্রুজ ক্ষেপণাস্ত্র বসানো হয়েছে। জাহাজটি ইরানের বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদরা তৈরি করেছেন যা সমুদ্রে দীর্ঘ পাল্লার অভিযানে ব্যবহার করা যায়।

শহীদ মাহদাভি জাহাজটির ওজন ২১০০ টনের বেশি এবং এর দৈর্ঘ্য ২৪০ মিটার ও প্রস্থ ২৭ মিটার।এর আগেই এই জাহাজে সর্বাধুনিক প্রযুক্তির আবু মাহদি ক্ষেপণাস্ত্র বসানো হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা এক হাজার কিলোমিটারের বেশি।

জাহাজটিতে বসানো আবু মাহদি এবং অন্য দুই ক্রুজ ক্ষেপণাস্ত্র মূলত স্মার্ট ক্ষেপণাস্ত্র এবং আঘাত হানার আগ পর্যন্ত তা লক্ষ্যবস্তুর পিছু ধাওয়া করতে পারে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার মোকাবেলায় আবু মাহদি ক্ষেপণাস্ত্র অত্যন্ত কার্যকর। #

342/