ইরানের তেল মন্ত্রণালয়ের একটি অজ্ঞাত সূত্র বার্তা সংস্থা ইলনাকে জানিয়েছে, তেহরান তার তেল রপ্তানির অর্থ ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রায় গ্রহণ করতে রাজি হয়েছে ঠিকই কিন্তু আফ্রিকার মুদ্রা সংক্রান্ত প্রচারণাটি সম্পূর্ণ মিথ্যা। সূত্রটি জানায়, ইরানের তেল রপ্তানি বৃদ্ধির বিষয়টিকে অবমূল্যায়ন করার লক্ষ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে এ প্রচারণা চালানো হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের জ্বালানী নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে গত সপ্তাহে কোনো কোনো পশ্চিমা গণমাধ্যম দাবি করে, চীন ইরানের কাছ থেকে আমদানি করা তেলের দাম অ্যাঙ্গোলা, জাম্বিয়া ও কেনিয়ার মুদ্রায় পরিশোধ করছে।
এসব গণমাধ্যম দাবি করে, আফ্রিকার ওই তিন দেশ চীনের দেনা পরিশোধের টাকা বেইজিংকে না দিয়ে তেহরানকে দিচ্ছে এবং তেহরান আফ্রিকার এসব মুদ্রা ব্যবহার করে ওই তিন দেশ থেকে নিজের প্রয়োজনীয় পণ্য আমদানি করছে।
ইরানের সরকারি সূত্রগুলো বলছে, ২০২১ সালের আগস্ট মাসে প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি ক্ষমতা গ্রহণের পর ইরানের তেল রপ্তানি প্রায় দ্বিগুণ হয়েছে। আন্তর্জাতিক ট্যাংকার ট্র্যাকিং সার্ভিসগুলোও একথার সত্যতা নিশ্চিত করেছে যে, সাম্প্রতিক মাসগুলোতে চীনে ইরানের তেল রপ্তানি ব্যাপকভাবে বেড়ে গেছে।#
342/