‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৪ ডিসেম্বর ২০২৩

৩:৫৬:৩৭ PM
1417312

দু'দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

ইরানের সর্বোচ্চ নেতা আজ সন্ধ্যায় কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল এবং তার সঙ্গী প্রতিনিধি দলকে সৌজন্য সাক্ষাত দিয়েছেন।

তাসনিম বার্তা সংস্থার রাজনৈতিক বিভাগ জানিয়েছে, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ সন্ধ্যায় কিউবার প্রেসিডেন্ট এবং তার সঙ্গী প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতকালে দু'দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার বিরাট সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন এই সামর্থ ও সক্ষমতাগুলিকে একটি জোট গঠনের জন্য ব্যবহার করা উচিত। আমেরিকাসহ যেসব দেশ পশ্চিমা বলদর্পিতার বিরুদ্ধে অভিন্ন অবস্থানে রয়েছে সেসব দেশ ওই জোটকে কাজে লাগানো উচিত।

এ সময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। 
এর আগে তিনি ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসির সঙ্গে বৈঠক করেন এবং দুই প্রেসিডেন্ট অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়ার জন্য আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্টের আমন্ত্রণে আজই কিউবার প্রেসিডেন্ট ইরান পৌঁছান। দীর্ঘ ২২ বছর পর কিউবার কোনো প্রেসিডেন্ট ইরান এলেন। এর আগে সর্বশেষ দেশটির প্রেসিডেন্ট হিসেবে ইরান সফর করেছিলেন ফিদেল কাস্ত্রো।# 

342/