২০ সেপ্টেম্বর ২০২৪ - ১৯:৫৮
পশ্চিমা দেশগুলোর ইলেকট্রনিক ডিভাইস কেন কিনবেন না?

পার্সটুডে- লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের পেজার ব্যবহার করে তাদের ওপর ইহুদিবাদী ইসরাইল যে হামলা চালিয়েছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠেছে।

ইরানের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক মোহাম্মাদ মারান্দি নিজের এক্স পেজে লিখেছেন: পশ্চিমা কোম্পানিগুলোর যেকোনো পণ্য আপনার, আপনার পরিবার ও আশপাশের মানুষগুলোর বিরুদ্ধে সমরাস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে।

মঙ্গলবার দুপুরে লেবাননজুড়ে হাজার হাজার মানুষের কাছে থাকা পেজারগুলো একসঙ্গে বিস্ফোরিত হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই সন্ত্রাসী হামলায় অন্তত ১১ জন নিহত ও ২,৭৫০ জন আহত হয়েছেন। 

পার্সটুডে ফার্সি জানিয়েছে, ইরানের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক মোহাম্মাদ মারান্দি নিজের এক্স পেজে লিখেছেন: “পশ্চিমা দেশগুলোর পাশাপাশি তাইওয়ান, কোরিয়া ও জাপানি কোম্পানিগুলোর ইলেকট্রনিক পণ্য কিংবা ব্যাটারির ওপর বিন্দুমাত্র আস্থা রাখা যায় না। এসব কোম্পানির যেকোনো পণ্য আপনার, আপনার পরিবার ও আশপাশের মানুষগুলোর বিরুদ্ধে সমরাস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। এসব দেশের পণ্য কেনা থেকে বিরত থাকুন।”

342/