ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজ Francesca Albanese গতকাল (শুক্রবার) বলেছেন: আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়কে ঘিরে পশ্চিমা দেশগুলোর মাঝে বিভক্তি লক্ষ্য করছি। তিনি আরও বলেছেন: ইসরাইলি নেতাদের গ্রেপ্তারের আদেশ বাস্তবায়ন গণহত্যাকারীদের বিচার এবং শাস্তি নিশ্চিত করার জন্য সকলের দাবি সুতরাং এই দাবি অবশ্যই পূরণ করা উচিত। তিনি বলেন: ফিলিস্তিনিদের ওপর বোমা হামলা ও গণহত্যা চালানো এবং তাদেরকে অনাহারে মারার মতো অপরাধের শাস্তি নিশ্চিত করা উচিত। পার্সটুডে জানায়, গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গাজাবাসীদের বিরুদ্ধে দুর্ভিক্ষকে অস্ত্র হিসেবে ব্যবহার করার অপরাধে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে।
দৈনিক নয়া আল-আরাবি এ প্রসঙ্গে লিখেছে নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্টকে গ্রেপ্তারের নির্দেশ সংক্রান্ত আইসিসি'র রায়কে গাজার জনগণ সন্দেহের চোখে দেখছে। সেইসঙ্গে নেতানিয়াহু এবং গ্যালান্টকে গ্রেফতারের নির্দেশ দেওয়ায় গাজা যুদ্ধ বন্ধ হয়ে যাবে বলেও তারা মনে করে না।
তবে গাজার বাসিন্দারা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওই রায়কে গাজাবাসীদের দুর্ভোগ ও কষ্টের স্বীকৃতি হিসেবে বিবেচনা করছে।
খান ইউনূসের এক ফিলিস্তিনি বাসিন্দা সাবের আবু গালি বলেছেন: এই রায় কখনই বাস্তবায়িত হবে না, কারণ ইহুদিবাদী ইসরাইল ভেটো ক্ষমতার অধিকারী মার্কিন যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট।
আরেক ফিলিস্তিনি নাগরিক সাইদ আবু ইউসুফও বলেছেন: আন্তর্জাতিক অপরাধ আদালত অনেক দেরি করে ফেলেছে। আমরা ৭৬ বছর ধরে এরকম পরিস্থিতি দেখে এসেছি। যা কিছুই জারি করা হোক না কেন সেগুলো কখনই বাস্তবায়ন করা হয় না এবং তার তেমন কোনো কার্যকর প্রভাব নেই।
অন্যদিকে, পশ্চিম এশিয়া পরিস্থিতি বিশেষজ্ঞ হাসান হানিজাদেহ বলেছেন: পশ্চিমা দেশগুলোসহ মার্কিন যুক্তরাষ্ট্র, ইহুদিবাদীদের হত্যাকাণ্ডকে সমর্থন করার পাশাপাশি নিরাপত্তা পরিষদের মতো আন্তর্জাতিক ফোরামে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে বেশ কয়েকবার ভেটো দিয়েছে।#
342/