‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Abnews24
শনিবার

২৭ মে ২০১৭

৩:০৩:৫৬ AM
832174

মিশরে কপটিক খ্রিস্টানদের বাসে বন্দুকধারীর হামলা: নিহত ২৬

আবারও মিশরে কপটিক খ্রিস্টানদের উপর আরেকটি হামলা চালিয়েছে অস্ত্রধারীরা। মিশরের মিনিয়া প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় অন্তত ২৬ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন।

আবনা ডেস্ক : আবারও মিশরে কপটিক খ্রিস্টানদের উপর আরেকটি হামলা চালিয়েছে অস্ত্রধারীরা। মিশরের মিনিয়া প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় অন্তত ২৬ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে।
মিশরে কপটিক খ্রিস্টানদের বাসে বন্দুকধারীর হামলা: নিহত ২৬
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় আনবা স্যামুয়েল কায়রোর থেকে দক্ষিণে অবস্থিত মিনায়ার একটি আশ্রমের উদ্দেশে বাসে করে যাচ্ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এসময় মুখোস পরিহিত কয়েকজন লোক বাসটিকে সামনে থেকে দাড় করায়। আর তারপরই বাসটিকে লক্ষ্য করে চালায় অবিরাম গুলিবর্ষণ।
মিশরে কপটিক খ্রিস্টানদের বাসে বন্দুকধারীর হামলা: নিহত ২৬
মিনিয়ার গভর্নর এসাম আল বেদায়ী রয়টার্সকে নিশ্চিত করেন বন্দুকধারীদের হামলায় ২৩ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।
তবে, তাৎক্ষণিক ভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। মিশরে সংখ্যালঘু কপটিক খ্রিস্টানের সংখ্যা দেশটির মোট জনগোষ্ঠীর ১০ শতাংশ। সম্প্রতি জঙ্গিগোষ্ঠীগুলো কপটিক খ্রিস্টানদের লক্ষ্য করে বেশি কিছু হামলা চালিয়েছে। গত কয়েক বছর ধরে মিশরের সংখ্যালঘু খ্রিষ্টানদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালাচ্ছে আইএসআইএস সন্ত্রাসীরা। বিশেষ করে ২০১৩ সালে সেনা সমর্থিত সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই নির্যাতন আরও বেড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আইএসআইএস সংখ্যালঘু এই সম্প্রদায়টির ওপর আরো হামলা চালানোর ঘোষণা দেয়।
প্রসঙ্গত, এর আগেও মিশরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।#