‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

২০ অক্টোবর ২০১৭

৪:২৭:৩৪ PM
861527

কাবুলে ইমামে যামানা মসজিদে আত্মঘাতী হামলা; দায়েশের দায় স্বীকার (ছবি)

কাবুলে অবস্থিত ইমামে যামানা (আ.) মসজিদের ভেতর আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে বহু লোক হতাহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সংবাদ সূত্রগুলো আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণের তথ্য দিয়েছে। কাবুল শহরের ইমামে যামানা (আ.) মসজিদের ভেতর এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
এক আফগান নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এতে অন্তত ৩০ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তবে হতাহতদের সঠিক সংখ্যা নিশ্চিতভাবে তিনি জানাতে পারেননি।
হাজারা শিয়াদের ঐ মসজিদে মাগরিবের নামাযের সময় আত্মঘাতী এ হামলা চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এক বিবৃতিতে কাবুলের পশ্চিম অঞ্চলে অবস্থিত ইমামে যামানা (আ.) মসজিদে হামলার দায় স্বীকার করেছে। দায়েশ জানিয়েছে, মুসলিম সরকারের এক সৈন্য এ হামলা চালিয়েছে।#