‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১১ নভেম্বর ২০২২

৮:১৪:৫১ PM
1322158

‘হিজবুল্লাহর হাতে গুরুত্বপূর্ণ অস্ত্রের মধ্যে ড্রোনও রয়েছে’

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান সমন্বয়কারী কর্মকর্তা বলেছেন, তাদের সংগঠনের যোদ্ধাদের হাতে যে সমস্ত গুরুত্বপূর্ণ অস্ত্র রয়েছে তার মধ্যে ড্রোনও আছে।

লেবাননের আল-নূর রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ওয়াফিক সাফা নামে এই কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লেবাননের ড্রোন সমুদ্রসীমা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম তা প্রমাণ হয়েছে।

হিজবুল্লাহর এ কর্মকর্তা বলেন, সমুদ্রসীমা নির্ধারণের প্রক্রিয়াটা মূলত লেবাননের স্বাধীনতার ইঙ্গিত দেয় এবং এক্ষেত্রে ড্রোনের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ওয়াফিক সাফা আরো বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে এখন ড্রোন সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে এবং এই অস্ত্র হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ বাহু হিসেবে এখন পরিগণিত হচ্ছে।

গত জুলাই মাসে হিজবুল্লাহ নিশ্চিত করেছিল যে, তারা পূর্ব ভূমধ্যসাগরে কারিশ গ্যাসক্ষেত্রের আকাশে তিনটি ড্রোন পাঠিয়েছে এবং এর মাধ্যমে তারা ইহুদিবাদী ইসরাইলকে বার্তা দিয়েছে।

এরপর হিজবুল্লাহর কার্যনির্বাহী পরিষদের শীর্ষ পর্যায়ের সদস্য শেখ নাবিলে কাউক বলেছিলেন, কারিশ গ্যাসক্ষেত্রের আকাশে পাঠানো ড্রোন ইসরাইলের জন্য নতুন সমীকরণ এবং হিসাব সৃষ্টি করে দিয়েছে। ড্রোন পাঠানোর আগের সময় এবং পরের সময় একরকম নয় বলেও তিনি মন্তব্য করেন।#

342/