‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২১ ডিসেম্বর ২০২২

৮:৩৭:২৩ PM
1332764

আনুষ্ঠানিকতার আয়োজন না দেশের রাজনীতির জন্য নতুন কোন বার্তা আসবে ; জল্পনায় বিশ্লেষক মহল

বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামীলীগ। গেল ১৪ বছর দেশের শাসন ক্ষমতায় আছে দলটি। আগামী ২৪ ডিসেম্বর যাদের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ক্ষমতাসীন সরকারি দল হিসেবে  এবার আওয়ামীলীগের কাউন্সিল নানাদিক থেকে ভিন্নতর। অন্যান্য বারের মতো এবার দুই দিনব্যাপী কাউন্সিল হবেনা, কাউন্সিল হবে মাত্র এক দিনে। আওয়ামী লীগের মতো একটি সর্ববৃহৎ দলের কাউন্সিল একদিনে হওয়াটা যথাযথ কিনা সেই প্রশ্ন উঠেছে নানা মহলে। কারণ অনেকগুলো বিষয়, সাধারণ সম্পাদকের বিপোর্ট এবং তার ওপর আলোচনা, কাউন্সিলরদের বিভিন্ন বিষয়ে মতামত ইত্যাদি সবকিছু একসঙ্গে একদিনে করা কিভাবে সম্ভব তা নিয়েও আলোচনা হচ্ছে। আওয়ামী লীগের কাউন্সিল সাধারণত তিনদিন, কখনো কখনো দুইদিন হয়ে থাকে। কিন্তু একদিনে এত বড় রাজনৈতিক দলের একটি কাউন্সিলে কিভাবে সব আলোচনা হবে তা একটি বড় রাজনৈতিক প্রশ্ন বটে। আর এ কারণেই মনে করা হচ্ছে এবার আওয়ামী লীগের কাউন্সিল হচ্ছে কেবল একটি আনুষ্ঠানিকতা মাত্র। আর এই আনুষ্ঠানিকতা হওয়ার কারণেই এবার কাউন্সিলের খুব বড় ধরনের রদবদল হবে না বলেও মনে করছেন কেউ কেউ।এ বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান  বলেছেন, দলীয় গঠনতান্ত্রিক পদ্ধতি মেনেই দলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। যেখানে তৃনমূল থেকে সব স্তরের নেতাকর্মীদের তথ্য দলীয়প্রধান অবগত। দলের প্রয়োজনে অবশ্যই সুযোগ্য নেতৃত্ব আসবে বলেই মনে করেন আব্দুর রহমান।আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, সারা দেশের ডেলিগেটরা আসবে এ সম্মেলনে। সবার প্রত্যাশা ও দলের স্বার্থ বিবেচনায় রেখেই আগামীর নেতৃত্ব ঠিক করা হবে। যে কোন পরিস্থিতিতে দলের প্রয়োজনকেই সবচেয় বেশি গুরুত্ব দেয় আওয়ামীলীগ নেতা কর্মীরা। এদিকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রেডিও তেহরানকে বলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কাউন্সিলে নেতৃত্বে বড় পরিবর্তন না ঘটে তাহলে এই কাউন্সিলটি হবে কেবল একটি আনুষ্ঠানিকতা মাত্র। দেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায়, সেধরনের কোন বার্তা না পেলে অনেকটা ফলশুন্য হবে এ আয়োজন।বাংলাদেশের বড় দুটি দল অর্থাৎ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে গণতন্ত্রের চর্চা এখন অনেকটা কমে গেছে। আওয়ামী লীগে শেখ হাসিনা এবং বিএনপিতে খালেদা জিয়ার অসুস্থতায় তারেক এখন সর্বেসর্বা। তাই বিএনপি আওয়ামীলীগের কাউন্সিলের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা তুলনামূলক কম থাকলেও আগ্রহ থাকে দলের সাধারণ সম্পাদক কিংবা মহাসচিব পদের প্রতি।#

342/