‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২৮ ডিসেম্বর ২০২২

৫:৪৭:০৭ PM
1334093

মেট্রোরেল বাংলাদেশের উন্নয়ন মুকুটে আরেকটি পালক যোগ করেছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে মেট্রোরেল উদ্বোধনের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে অন্তত চারটি মাইলফলক জনগণকে স্পর্শ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমআরটি লাইন-৬ নামে বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আজ (বুধবার) দুপুরে রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে মেট্রোরেলের উদ্বোধনী সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ চারটি মাইলফলক স্পর্শ করেছে। এর ফলে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা আরো একধাপ এগিয়ে গেল বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ দ্রুতগতির ট্রেনের যুগে পদার্পণ করল।

তিনি বলেন, মেট্রোরেলের উদ্বোধনের ফলে একই সঙ্গে প্রযুক্তিতে চারটি মাইলফলক ছুঁলো বাংলাদেশ। প্রথমত, মেট্রোরেল নিজেই একটি মাইলফলক। দ্বিতীয়ত, বাংলাদেশে প্রথম বৈদ্যুতিক যানের যুগে প্রবেশ করলো। তৃতীয়ত, ডিজিটাল রিমোট কন্ট্রোল যান এটি, যেটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একটি ধাপ। চতুর্থত, বাংলাদেশ দ্রুত গতি সম্পন্ন যানের যুগে প্রবেশ করল। এই মেট্রোরেলের ঘণ্টায় সর্বোচ্চ গতি হবে ১১০ কিলোমিটার।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ঢাকাকে যানজটমুক্ত করার ঘোষণা ছিল, তা পূরণের ধাপই হল এই মেট্রোরেল, যা ২০৩০ সালের মধ্যে পুরোপুরি শেষ হবে বলে আশা করেন তিনি।

মেট্রোরেল ব্যবহারে সবাইকে যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনেক টাকা খরচ করে মেট্রোরেল করা হয়েছে। আধুনিক যন্ত্রপাতি ও আনুষঙ্গিক জিনিস ব্যবহার করা হয়েছে এখানে। তাই যত্নবান হওয়ার পাশাপাশি সবাইকে নিয়মতান্ত্রিকভাবে মেট্রোরেল ব্যবহার করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু বিশ্বের সামনে বাংলাদেশের মাথা উঁচু হয়েছে। আওয়ামী লীগ সরকার মেট্রোরেলের মাধ্যমে বাংলাদেশের মানুষের গৌরবের মুকুটে আরেকটি পালক যোগ করেছে।

মেট্রোরেলে বিশেষ চাহিদা সম্পন্ন ও বয়স্ক মানুষ যাতে সহজে চলাচল করতে পারে, সেই সুবিধা রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, নারী যাত্রীদের জন্য আলাদা কোচ এবং ওয়াশরুম থাকবে। বিনাভাড়ায় চড়তে পারবেন বীর মুক্তিযোদ্ধারা।#

342/