আজ (শনিবার) সকালে ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, জোটের শরীকদের নিয়ে এখনই কিছু ভাবা হচ্ছে না। অপরদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগুন সন্ত্রাসকারী দল বিএনপির সাথে রাজনৈতিক সংলাপ নয়, দেশবিরোধী খুনি চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শনিবার সকালে চট্টগ্রাম নগরীর জামাল খান মোড়ে “বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ” শিরোনামে দেয়ালচিত্র উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী বলেন, যারা মানুষের জানমাল নষ্ট করে বাংলাদেশে জনগণ তাদেরকে প্রতিহত করবে।#
342/