গাজা যুদ্ধের ১২৬তম দিনে পপুলার মবিলাইজেশন ইউনিট এক বিবৃতিতে এই হামলার কথা ঘোষণা করে। জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইহুদিবাদী ইসরাইল নারী, শিশু এবং বৃদ্ধসহ বেসামরিক নাগরিকদের ওপর যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, দখলদার সেনারা গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত প্রতিরোধ যোদ্ধারা শত্রুর শক্ত ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখবে।
গত ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালাচ্ছে। এতে এ পর্যন্ত প্রায় ২৮ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে শতকরা ৭০ ভাগ নারী ও শিশু। ইসরাইলের এই অপরাধযজ্ঞের জবাবে, ইরাক ইয়েমেন এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে।#
342/