‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১২ এপ্রিল ২০২৪

৫:২১:৩৫ PM
1450766

হামলা পাল্টা হামলা সম্পর্কে কি বলছে গণমাধ্যম?

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কনসুলেট ভবনে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরান এবং তেল আবিবের মধ্যে প্রচণ্ড উত্তেজনা চলছে। ইসরাইল এবং পাশ্চাত্যের গণমাধ্যমের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে, ইসরাইলের উপর ইরানের সামরিক হামলা আসন্ন।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ পর্যায়ে থেকে কনসুলেট ভবনে হামলার জবাব দেয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এ অবস্থায় জল্পনা চলছে- কখন কীভাবে ইরান হামলা করবে এবং এ নিয়ে ইসরাইলের প্রতিক্রিয়া কি হবে। তবে ইরানের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কিছুই বলা হয়নি। ইরান শুধু বলছে, কনসুলেট ভুবনে হামলা চালিয়ে ইসরাইল যে অপরাধ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে।

মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ গতকাল (বুধবার) এক রিপোর্টে দাবি করেছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার ভেতরে ইরান ইসরাইলের বিরুদ্ধে হামলা চালাতে পারে। এই রিপোর্টে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়েছে ব্লুমবার্গ।মার্কিন কর্মকর্তারা ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলছেন, ইরানের পক্ষ থেকে বড় রকমের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আসন্ন। এই হামলা হয় সরাসরি ইরান চালাবে অথবা হিজবুল্লাহর মতো মিত্র সংগঠন হামলা চালাতে পারে।

সম্ভাব্য হামলা মোকাবেলার ক্ষেত্রে আমেরিকা দখলদার ইসরাইলকে বিভিন্ন পরিকল্পনা এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে বলে রাশিয়া টুডে জানিয়েছে। পত্রিকাটি বলছে- রাফাহ শহরে ইসরাইলের স্থল আগ্রাসন চালানোর আগেই ইরান হামলা চালাবে।

এদিকে, কোনো কোনো গণমাধ্যম খবর দিচ্ছে যে, ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়েছে বর্ণবাদী ইসরাইল। আমেরিকা প্রকাশ্যে ইসরাইলকে সমর্থন দেবে বলে এরইমধ্যে ঘোষণা করেছে। আগেই ইসরাইলের সামরিক বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে।

অন্যদিকে, জার্মান বিমান সংস্থা লুফথানসা তেহরান থেকে অথবা তেহরান অভিমুখে বিমানের ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে। এছাড়া, আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল ৯০ ডলার ছাড়িয়ে গেছে।#

342/