‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

৪ ডিসেম্বর ২০১৬

৪:৫১:৪৪ PM
796038

আয়াতুল্লাহ শাহরুখির স্মরণে খুলনায় আলোচনা সভা

শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন হযরত আয়াতুল্লাহ শাহরোখীর গত ২৮ নভেম্বর দুঃখজনক ইন্তেকালে অদ্য ২/১২/১৬ ইং তারিখে বাদ জুমা খুলনাস্থ মসজিদে ওয়ালী আসর-এ এক সংক্ষিপ্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা -আবনা-: শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন হযরত আয়াতুল্লাহ শাহরুখির গত ২৮ নভেম্বর দুঃখজনক ইন্তেকালে অদ্য ২/১২/১৬ ইং তারিখে বাদ জুমা খুলনাস্থ মসজিদে ওয়ালী আসর-এ এক সংক্ষিপ্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়। ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষক হুজ্জাতুল ইসলাম শহীদুল হক কর্তৃক পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু হয়। সংক্ষিপ্ত আলোচনায় আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক জনাব মোঃ ইকবাল তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আয়াতুল্লাহ শাহরুখি একজন ব্যক্তিত্ববান আলেমে দ্বীন ছিলেন যিনি রাহবারের প্রতিনিধি হয়ে বাংলাদেশে দ্বীনি কর্মকান্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি বাংলাদেশে শিয়া সুন্নি ঐক্য ও সম্প্রীতি রক্ষার্থে নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন। তার ইন্তেকালে বাংলাদেশে শিয়া সমাজের অপূরণীয় ক্ষতি ও শুন্যতার সৃষ্টি হয়েছে।
ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষক হুজ্জাতুল ইসলাম মোঃ আনিসুর রহমান বলেন ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে তার অবদান চিরস্মরনীয় হয়ে থাকবে। তিনি বাংলাদেশের মানুষকে গভীরভাবে ভালবেসেছিলেন। তাই তাদের প্রয়োজনের সময় সকল প্রকার সহযোগিতা করতে কখনো পিছপা হননি।
পাক্ষিক ফজরের সম্পাদক এ্যাড. ড. জাকির হোসেন স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আয়াতুল্লাহ শাহরুখি ছিলেন আমাদের জন্য বৃক্ষের ন্যায়। তার আশ্রয় স্নেহপরায়ন এবং উৎসাহ আমাদেরকে সর্বদা অনুপ্রানিত করেছে এবং ধর্মীয় কর্মকান্ড পরিচালনায় আমাদেরকে সাহস জুগিয়েছে। তাঁর ইন্তেকালে আমরা একজন অভিভাবক হারিয়েছি। ড. জাকির তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসপ্ত পরিবারকে সমবেদনা জানান।
ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী বাংলাদেশের শিয়া সমাজে মরহুমের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে এবং মরহুমের মাগফিরাতের জন্য দোয়া পরিচালনা করেন।
নামাজের পূর্বে মরহুমের ইসালে সাওয়াবের জন্য বেলা ১১টা থেকে কোরআনখানী অনুষ্ঠিত হয়।#