‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৫ ফেব্রুয়ারী ২০২২

১:২০:৩৩ PM
1226101

কাবুলের একটি হাসপাতালের পরিচালক পদে নিয়োগ পেলেন নারী কর্মকর্তা

অতি সম্প্রতি কাবুলের একটি হাসপাতালের পরিচালক পদে নিয়োগপ্রাপ্ত এক নারী কর্মকর্তা বলেছেন, তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারে নারীর অংশগ্রহণ ধীরে ধীরে বাড়ছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : সম্প্রতি কাবুলের বিশেষায়িত ‘মালালি’ হাসপাতালের পরিচালক পদে নিয়োগ পান বিশেষজ্ঞ চিকিৎসক মালালি রহিম ফয়েজি। তিনি তালেবানের পক্ষ থেকে নিয়োগ পাওয়া প্রথম কোনো নারী কর্মকর্তা। প্রসূতি বিষয়ক হাসপাতালটির দায়িত্ব বুঝে পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, তালেবান ধীরে ধীরে সরকারের উচ্চ পর্যায়ে নারী কর্মকর্তা নিয়োগ দিতে শুরু করেছে।

কীভাবে নিয়োগ পেলেন- এমন প্রশ্নের উত্তরে ফয়েজি বলেন, পত্রিকায় বিজ্ঞাপন দেখে তিনি হাসপাতালটির পরিচালক পদে যোগ দেয়ার জন্য দরখাস্ত করেন এবং এরপর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।এর কয়েকদিন পর তাকে জানানো হয় যে, তিনি হাসপাতালের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন।

২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান। তবে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। স্বীকৃতি দেয়ার জন্য বিশ্ব সমাজ তালেবানকে যেসব শর্ত দিয়েছে সেগুলোর মধ্যে নারী শিক্ষার ব্যবস্থা ও সরকার পরিচালনায় নারীর অংশগ্রহণ অন্যতম। 

মালালি হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ফয়েজি এ সম্পর্কে বলেন, এখন ধীরে ধীরে সরকারের বিভিন্ন পর্যায়ে নারী কর্মকর্তাদের অংশগ্রহণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে তালেবান সরকার। আফগানিস্তানে নারী চিকিৎসকদের ব্যাপক চাহিদা রয়েছে জানিয়ে তিনি বলেন, শুধু চিকিৎসা সেবা দেয়ার কাজে নারীদের প্রস্তুত করার জন্য হলেও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নারী শিক্ষার সুযোগ অবারিত করা উচিত।#

342/