আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ‘কুরআনুল কারিম ও বর্তমান বিশ্বের বিভিন্ন ইস্যু’ শীর্ষক শিরোনামে ৪র্থ ইমাম হুসাইন (আ.) আন্তর্জাতিক সম্মেলন ইরাকের পবিত্র কারবালা শহরে আগামি সপ্তাহে অনুষ্ঠিত যাচ্ছে।
ইমাম হুসাইন (আ.) এর মাজারের দারুল কুরআন বিষয়ক কার্যালয়ের প্রধান শাইখ খাইরুদ্দীন আলী আল-হাদী জানিয়েছেন: ৪র্থ ইমাম হুসাইন (আ.) আন্তর্জাতিক সম্মেলন আগামী মঙ্গলবার (১০ মে) কারবালা শহরে অবস্থিত আয-যাহরা বিশ্ববিদ্যালয়ে’র উম্মে আবীহা মিলনায়তনে শুরু হবে এবং ১০ ও ১১ই মে দু’দিন ব্যাপী অব্যাহত থাকবে।
তিনি বলেন: পবিত্র কুরআনে বর্ণিত সঠিক পদ্ধতির ব্যাখ্যা ও সমাজ সংস্কারে সেগুলোর অনুসরণ, সমাজ সংস্কারের আহবানে পবিত্র কুরআন যেসকল বৈশিষ্টকে বিশেষভাবে তাগিদ করেছে সেগুলোর প্রতি আলোকপাত, পবিত্র কুরআনের সার্বজনীন হওয়া, মুসলিম উম্মাহ্ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু সম্পর্কে মুসলিমদের অবগত হওয়ার বিষয়ে সচেতনা করা, পবিত্র কুরআন সংশ্লিষ্ট সমসাময়িক গবেষণাকর্মের পর্যলোচনা এবং মুসলিম উম্মাহ’র অবস্থা উন্নয়নে গবেষকদের মধ্যকার সম্পর্ক শক্তিশালী করণ এ সম্মেলন আয়োজনের উদ্দেশ্যগুলির অন্যতম।
এছাড়া, সূক্ষ্ম ও সঠিকভাবে কুরআন অধ্যয়নের ক্ষেত্রে গবেষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান, মুসলিম উম্মাহ’র সমসাময়িক সমস্যাগুলোকে কুরআনী দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা এবং সামাজিক সমস্যা প্রসঙ্গে আলোচনা এই সম্মেলনের কর্মসূচিগুলোর অন্যতম।
সম্মেলনের বিষয়াদির মধ্যে রয়েছে,কোরাআনে’র দৃষ্টিতে সামাজিক সম্পর্কের ধরণ, কোরআনে’র শিক্ষার ভিত্তিতে আদর্শ সমাজ, দৈনন্দিন জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ ও পবিত্র কোরআনের দৃষ্টিতে সেগুলো মোকাবিলার পন্থা,কোরআন ও সাংস্কৃতিক উন্নয়ন, কুরআনের দৃষ্টিতে সামাজিক সমস্যাগুলোর পর্যালোচনা এবং ইমাম হুসাইন (আ.)-এর দৃষ্টিতে সমাজ সংস্কার ইত্যাদি।
দারুল কুরআনের গণমাধ্যম বিষয়ক বিভাগের প্রধান সাফা আস-সাইলাউই বলেন: সম্মেলনে প্রবন্ধ প্রেরণে বিশেষ শর্ত নির্ধারণ করা হয়েছিল, তম্মধ্যে প্রেরিত প্রবন্ধ অন্য কোন সম্মেলনের জন্য যেন পাঠানো না হয়ে থাকে, প্রবন্ধ সর্বনিন্ম ২০ ও সর্বোচ্চ ২৫ পৃষ্ঠা হতে হবে এবং প্রবন্ধের বিষয়বস্তু যেন সম্মেলনের বিষয়বস্তু থেকে পৃথক না হয়।
তার সংযোজন: অংশগ্রহণেচ্ছুরা কোনরকম ফী ছাড়াই ইরাকের ভেতর এবং বাহির থেকে সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন। যারা স্বশরীরে সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন না তাদের জন্য ওয়েবিনারের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ থাকবে। অংশগ্রহণকারীদেরকে বিশেষ সনদ প্রদান করা হবে এবং মনোনীত প্রবন্ধ বহুল প্রচলিত কোন পত্রিকার বিশেষ সংখ্যায় প্রকাশিত হবে।#176