‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২০ নভেম্বর ২০২২

৭:২৮:১২ PM
1324917

ইনস্টাগ্রাম বন্ধ হওয়া সত্ত্বেও ইরানে অনলাইন কেনাকাটা বেড়েছে ৩৮ ভাগ

ইরানের সাম্প্রতিক সহিংসতা উস্কে দেয়ার কারণে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো মার্কিন-ভিত্তিক সামাজিক মাধ্যমগুলো বন্ধ করে দেয়া সত্ত্বেও ইরানে অনলাইন কেনাকাটা বেড়েছে বলে এক জরিপে দেখা গেছে। ইরানের বৃহত্তম বেসরকারি ইউনিয়ন টিসিসিআইএম প্রয়োজনীয় তথ্য-উপাত্ত প্রকাশ করে এ খবর জানিয়েছে।

এটি শনিবার এক প্রতিবেদন প্রকাশ করে বলেছে, ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে ইরানে অনলাইন কেনাকাটার পরিমাণ ৩৮% বেড়ে ৯৬০ ট্রিলিয়ন রিয়াল বা ২.৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

টিসিসিআইএম অবশ্য বলেছে, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে অনলাইন কেনাকাটা ৪% কমলেও বছর ভিত্তিতে এ ধরনের কেনাকাটা বেড়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে, ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যম নিষিদ্ধ হলেও অনলাইনে ইরানিদের কেনাকাটার ওপর তার প্রভাব সামান্যই পড়েছে।

টিসিসিআইএমের অন্যতম সদস্য ও সিনিয়র ব্যবসায়ী মোহাম্মাদ হাসান মোরতাজাভি একথার সত্যতা নাকচ করে দিয়েছেন যে, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক প্ল্যাটফর্মগুলো বন্ধ থাকার কারণে ইরানে অনলাইন কেনাকাটা কমে গেছে। তিনি বলেন, আমরা বহু আগে অনলাইন বাণিজ্যের ক্ষেত্রে বিদেশি প্ল্যাটফর্মগুলোর ওপর নির্ভরতা কমিয়েছি। বর্তমানে অনলাইন বাণিজ্যের ৯০% ইরানের নিজস্ব প্ল্যাটফর্মগুলোতে সম্পন্ন হয় বলে তিনি জানান।#

342/